যে তড়িৎদ্বারে বিজারণ অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করে নিজে বিজারিত হয় এবং অন্যকে জারিত করে বিক্রিয়া সংঘটিত করে তাকে ক্যাথোড বলে। তড়িৎ বিশ্লেষ্য কোষের ক্ষেত্রে ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যে তড়িৎদ্বার যুক্ত থাকে তা ক্যাথোড।
- ড্রাইসেলে অ্যানোড হিসেবে ধাতব জিংকের তৈরি ছোট কৌটা এবং ক্যাথোড হিসেবে কার্বন দন্ড.
- অ্যানোডে জারণ এবং ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়।