Solution
Correct Answer: Option D
আয়োডিন পাওয়া যায় সামুদ্রিক মাছ, লবণ ও শুটকিতে। সামুদ্রিক শৈবালেও আয়োডিন পাওয়া যায়। হ্যালোজেন হলো সামুদ্রিক লবণ উৎপাদক। হ্যালোজেন বলতে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন ও আয়োডিন এই ৪ টি মৌলকেই বুঝায়। তাই আয়োডিনের প্রধান উৎস সামুদ্রিক শৈবাল।