'সীমার মাঝে অসীম তুমি' বাক্যে 'মাঝে' অনুসর্গটি কি অর্থে ব্যবহ্নত হয়েছে?
A ঐকদেশিক
B মধ্যে
C ব্যাপ্তি
D সর্বত্র
Solution
Correct Answer: Option B
'মাঝে' অনুসর্গটি বিভিন্ন অর্থে ব্যবহার হয়।
মধ্যে অর্থে- সীমার মাঝে অসীম তুমি।
ঐকদেশিক অর্থে- এ দেশের মাঝে একদিন সব ছিলো।
ক্ষণকাল অর্থে- নিমেষ মাঝেই সব শেষ।
উৎসঃ মাধ্যমিক বাংলা ব্যাকরণ