শুষ্ক বরফ তৈরিতে কি গ্যাস ব্যবহৃত হয়?
A অ্যামোনিয়া
B কার্বন ডাই অক্সাইড
C মিথেন
D নাইট্রোজেন
Solution
Correct Answer: Option B
কার্বন ডাই-অক্সাইড একটি অম্লধর্মী গ্যাস। হিমায়িত কঠিন কার্বন ডাই-অক্সাইডকে শুষ্ক বরফ বা ড্রাই আইস বলা হয়। অগ্নি নির্বাপক সিলিন্ডারে তরল কার্বন ডাই-অক্সাইড ব্যবহার করা হয়।