Solution
Correct Answer: Option C
⇒ হীরক বা হীরা (Diamond) রাসায়নিকভাবে বিশুদ্ধ কার্বন (Carbon) ছাড়া আর কিছুই নয়।
⇒ এটি কার্বনের একটি বহুরূপ (Allotrope)। কার্বনের পরমাণুগুলো একটি বিশেষ জ্যামিতিক বিন্যাসে (চতুষ্তলকীয় বা Tetrahedral) শক্তিশালী সমযোজী বন্ধনে আবদ্ধ হয়ে হীরার গঠন তৈরি করে।
⇒ এই শক্তিশালী ও নিরেট গঠনের কারণেই হীরা প্রাকৃতিকভাবে পাওয়া পৃথিবীর সবচেয়ে কঠিন পদার্থ।
⇒ কার্বনের অন্যান্য বহুরূপের মধ্যে রয়েছে গ্রাফাইট (যা পেন্সিলের শিষে থাকে) এবং ফুলারিন।