সাধারণ তাপমাত্রায় কোন ধাতু তরল অবস্থায় থাকে ?

A পারদ

B লিথিয়াম

C অসমিয়াম

D ব্রোমিন

Solution

Correct Answer: Option A

⇒ প্রকৃতিতে প্রাপ্ত প্রায় সব ধাতু সাধারণ তাপমাত্রায় কঠিন অবস্থায় থাকে।
⇒ কিন্তু ‘পারদ’ (Mercury) হলো একমাত্র ব্যতিক্রমী ধাতু যা সাধারণ বা কক্ষ তাপমাত্রায় তরল অবস্থায় থাকে।
⇒ এর গলনাঙ্ক খুবই কম (-৩৮.৮৩° সেলসিয়াস), তাই এটি সাধারণ তাপমাত্রায় জমে কঠিন হয় না।
⇒ উল্লেখ্য, প্রশ্নে যদি অধাতুর কথা বলা হতো, তবে উত্তর হতো ‘ব্রোমিন’।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions