Solution
Correct Answer: Option C
- CNG এর পূর্ণরূপ হলো Compressed Natural Gas বা সংকুচিত প্রাকৃতিক গ্যাস।
- এটি মূলত প্রাকৃতিক গ্যাস (যার প্রধান উপাদান মিথেন) যা উচ্চ চাপে সংকুচিত করে সিলিন্ডারে সংরক্ষণ করা হয়।
- পেট্রোল ও ডিজেলের তুলনায় সিএনজি (CNG) পরিবেশবান্ধব, কারণ এটি দহনের ফলে বায়ুদূষণকারী পদার্থ অনেক কম নির্গত করে।
- যানবাহনে জ্বালানি হিসেবে এর বহুল ব্যবহার রয়েছে, কারণ এটি সাশ্রয়ী এবং ইঞ্জিনের কার্যক্ষমতা বজায় রাখতে সহায়ক।
- সাধারণ বায়ুমণ্ডলীয় চাপের তুলনায় এই গ্যাসকে প্রায় ২০০ থেকে ২৫০ গুণ বেশি চাপে সংকুচিত করা হয়।