প্রাকৃতিক গ্যাসে মিথেন কি পরিমানে থাকে ?

A ৪০-৫০ ভাগ

B ৬০-৭০ ভাগ

C ৮০-৯০ ভাগ

D ১০০-১১০ ভাগ

Solution

Correct Answer: Option C

- প্রাকৃতিক গ্যাসের প্রধান ও সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হলো মিথেন
- একটি সাধারণ প্রাকৃতিক গ্যাসের নমুনায় শতকরা ৮০ থেকে ৯০ ভাগ মিথেন গ্যাস থাকে।
- মিথেন ছাড়াও এতে সামান্য পরিমাণে ইথেন, প্রোপেন, বিউটেন ও আইসোবিউটেন ইত্যাদি উপাদান মিশ্রিত থাকে।
- প্রাকৃতিক গ্যাস মূলত জীবাশ্ম জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় এবং এটি মাটির নিচে গভীর স্তরে পাওয়া যায়।
- বাংলাদেশের প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ অত্যন্ত বেশি, যা প্রায় ৯৫% থেকে ৯৯% পর্যন্ত হতে পারে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions