কোনটি 'সাদৃশ্যমূলক' অর্থালঙ্কারের প্রকারভেদ নয়?

A উপমা

B রূপক

C সন্দেহ

D বিভাবনা

Solution

Correct Answer: Option D

দুটি ভিন্ন ধরণের বিষয় বা বস্তুর সাদৃশ্যের উপর নির্ভর করে যে অলঙ্কার সৃষ্টি হয় তাকে সাদৃশ্যমূলক অর্থালঙ্কার বলে। সাদৃশ্যমূলক অলঙ্কারের প্রকারভেদ-
- উপমা,
- রূপক,
- উৎপ্রেক্ষা,
- অপহ্নুতি,
- সন্দেহ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions