মানব দেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন ?
A ৭ দিন
B ৩০ দিন
C ১৮০ দিন
D কোনটি নয়
Solution
Correct Answer: Option D
মানবদেহে তিন ধরনের রক্তকনিকা দেখা যায়।
যথা -
» লোহিত রক্তকনিকা এর গড় আয়ু ১২০ দিন।
» শ্বেত রক্তকণিকা বা লিউকোসাইট এর গড় আয়ু ১-১৫ দিন।
» অনুচক্রিকা বা থ্রম্বোসাইট এর গড় আয়ু ৫-১০ দিন।