মানবদেহে শক্তি উৎপাদন প্রক্রিয়া কোনটি?

A পরিপাক

B খাদ্যগ্রহণ

C শ্বসন

D রক্ত সংবহন

Solution

Correct Answer: Option C

শ্বসন একটি বিপাকীয় ক্রিয়া। এ প্রক্রিয়া চলাকালে প্রতিটি জীব পরিবেশ থেকে অক্সিজেন গ্রহণ করে ও কার্বন ডাই অক্সাইড ত্যাগ করে। রক্তের লোহিত কণিকা অক্সিজেন আমাদের শরীরের কোষে পৌছে দেয়,সেখানে গ্লুকোজ এরসাথে বিক্রিয়া করে তাপশক্তি তৈরি করে এবং এই তাপশক্তি আমাদের সকল শক্তির উৎস ।(নবম-দশম শ্রেনীর সাধারণ বিজ্ঞান বই এর ১ম অধ্যায় ৫ পৃষ্ঠা )

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions