সম্রাট অশোকের শিলালিপি কোন জনপদের নিদর্শন?

A হরিকেল

B পুন্ড্র

C সমতট

D গৌড়

Solution

Correct Answer: Option B

পুন্ড্র
- বিশেষত্ব: বাংলার প্রাচীনতম জনপদ ।
- রাজধানী: পুণ্ড্রনগর/পুন্ড্র বর্ধন (বর্তমান- বগুড়ার মহাস্থানগড়)।
- নিদর্শন: খ্রিস্টপূর্ব তৃতীয় শতকের সম্রাট অশোকের শিলালিপি
- অবস্থান: ফরিদপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল (বাকেরগঞ্জ) ও পটুয়াখালী ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions