বাংলাদেশের একমাত্র স্বাধীন জনপদ ছিল কোনটি?

A বিক্রমপুর

B পুণ্ড্র

C চন্দ্রদ্বীপ

D বরেন্দ্র

Solution

Correct Answer: Option D

বরেন্দ্র
- অবস্থান: গঙ্গা ও করতোয়ার মধ্যবর্তী অঞ্চল। পুণ্ড্রের একটি অংশ জুড়েই এর অবস্থান ছিল।
- বর্তমান বগুড়া, দিনাজপুর ও পাবনার অংশ জুড়ে বরেন্দ্র অঞ্চল বিস্তৃত ছিল ।
- বিশেষত্ব: বাংলাদেশের একমাত্র স্বাধীন জনপদ

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions