কোন উদ্ভিদের কান্ড রুপান্তরিত হয়ে পাতার কাজ করে ?
Solution
Correct Answer: Option B
- ফণীমনসা, Cactaceae পরিবারের এক ধরনের ক্যাকটাসজাতীয় উদ্ভিদ।
- ইংরেজিতে এটি Prickly pear নামে পরিচিত।
- এরা খুব ধীরে ধীরে বেড়ে ওঠে এবং কোনো রকম ক্ষতি না করলে এটি বহু বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে।
- এই উদ্ভিদের কাণ্ড রুপান্তরিত হয়ে পাতার কাজ করে।
- ফণীমনসা সমুদ্রের কাছাকাছি এলাকার গ্রামীণ ঝোপ, পর্বতের খাঁজে ও বালুময় মাটিতে ভালো জন্মে।
- এর বৈজ্ঞানিক নাম Opuntia dillenii.
- ফণীমনসা এক থেকে তিন মিটার পর্যন্ত লম্বা হয়।