"তুমি তার জন্য অপেক্ষা করছো" বাক্যে 'তার জন্য' কোন কারক?
Solution
Correct Answer: Option C
- যাকে স্বত্ব ত্যাগ করে দান, অর্চনা, সাহায্য ইত্যাদি করা হয়, তাকে (সংস্কৃত নিয়মে) সম্প্রদান কারক বলে। বস্তু নয়, ব্যক্তিই সম্প্রদান কারক।
- "আমি তোমার জন্য উপহার এনেছি।" এখানে 'তোমার জন্য' সম্প্রদান কারক।
- তেমনি, "তুমি তার জন্য অপেক্ষা করছো" বাক্যে 'তার জন্য' একইভাবে সম্প্রদান কারক।