'ঢাকায় আজ অনেক জ্যাম' - বাক্যটি কোন কারকে কোন বিভক্তি?

A অপাদানে পঞ্চমী

B অধিকরণে ৭মী

C করণে ৪র্থী

D সম্প্রদানে ৬ষ্ঠী

Solution

Correct Answer: Option B

- ক্রিয়াপদকে ধরে কোথায়, কোন স্থানে, কখন, কোন সময়, কবে, কোন বিষয়ে বা ব্যাপারে-এই প্রকার প্রশ্ন করলে তার উত্তরে অধিকরণ কারক পাওয়া যায়।
- এখানে 'ঢাকায় আজ অনেক জ্যাম’ বাক্যে ‘কোথায়?-এর উত্তরে পাওয়া যাবে- ‘ঢাকায়।'
- সুতরাং এটি অধিকরণ কারক।
- আবার এটির সাথে ‘য়’ থাকায় এটি ৭মী বিভক্তি।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions