এনজাইম কি দিয়ে তৈরি হয়?

 

A আমিষ

B শর্করা

C চর্বি

D ভিটামিন

Solution

Correct Answer: Option A

• এনজাইম আমিষ দিয়ে তৈরি।
• এনজাইম প্রোটিন জাতীয় জৈব অনুঘটক।
• এদের গঠনে অ্যামিনো অ্যাসিড থাকে।
• অ্যামিনো অ্যাসিডের নির্দিষ্ট ক্রম এনজাইমের কার্যকারিতা নির্ধারণ করে।
• শর্করা, চর্বি এবং ভিটামিন এনজাইমের গঠন অংশ নয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions