গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু?

 

A ফাইলেরিয়া কৃমি

B প্লাজমোডিয়াম

C এ্যামিবা

D সালমোনেলা

Solution

Correct Answer: Option A

• ফাইলেরিয়া কৃমি হলো এক ধরনের পরজীবী কৃমি যা গোদ রোগের জন্য দায়ী। 
-এই কৃমিগুলো মানুষের শরীরের রক্তনালীতে বসবাস করে এবং বৃদ্ধি পায়। 
-ফাইলেরিয়া কৃমিগুলোর কারণে মানুষের হাত, পা, যৌনাঙ্গ এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ ফুলে যায় এবং বিভিন্ন জটিলতা দেখা দেয়। 
 
• প্লাজমোডিয়াম হলো এক ধরনের পরজীবী এককোষী প্রাণী যা ম্যালেরিয়া রোগের জন্য দায়ী। 
• এ্যামিবা হলো এক ধরনের এককোষী প্রাণী যা আমাশয় রোগের জন্য দায়ী। 
• সালমোনেলা হলো এক ধরনের ব্যাকটেরিয়া যা ডায়রিয়া রোগের জন্য দায়ী।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions