ডেঙ্গু জ্বরের বাহক কোন মশা ?

A কিউলেক্র

B এডিস

C সেভিং সোপ

D সব ধরনের মশা

Solution

Correct Answer: Option B

- ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর যা এডিস মশার মাধ্যমে ছড়ায়।
- মূলত এডিস ইজিপ্টি (Aedes aegypti) প্রজাতির মশা এই রোগের ভাইরাসের প্রধান বাহক।
- এই মশা সাধারণত দিনের বেলায়, বিশেষ করে ভোরবেলা ও সন্ধ্যায় কামড়ায়।
- ডেঙ্গু ছাড়াও এই মশা চিকুনগুনিয়া এবং জিকা ভাইরাসেরও বাহক।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions