মূলদ সংখ্যার ক্ষেত্রে কোনটি সঠিক?

A লব হরের চেয়ে বড় হবে

B হর শূন্য হবে না

C লব শূন্য হবে

D হর মৌলিক সংখ্যা হবে

Solution

Correct Answer: Option B

মূলদ সংখ্যা:
- যে সংখ্যাকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাতে প্রকাশ করা যায় তাকে মূলদ সংখ্যা বলে। যেখানে হর শূন্য '০' হবে না
- p/q আকারের কোনাে সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়, যখন p ও q পূর্ণসংখ্যা এবং q ≠ 0।
- যে কোনাে মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসাবেও লেখা যায়।
- সকল পূর্ণসংখ্যা ও ভগ্নাংশই মূলদ সংখ্যা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions