রম্বস (5 টি প্রশ্ন )
রম্বসের প্রধান বৈশিষ্ট্যগুলি হলো:

-রম্বসের চারটি বাহু পরস্পর সমান।
-রম্বসের বিপরীত কোণগুলি পরস্পর সমান।
-রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে।
-রম্বসের কর্ণদ্বয় রম্বসটিকে চারটি সমবাহু ত্রিভুজে বিভক্ত করে।


উপরের চিত্র হতে,

∠POQ=90° বা, সমকোণী
তাহলে ত্রিভুজ POQ একটি সমকোণী ত্রিভুজ এবং PQ=3

পিথাগোরাসের উপপাদ্য হতে পাই, PQ2 = PO2+QO2
⇒  PO2+QO2 = 32
⇒  PO2+QO2 = 9

∴ PO2+QO2 = 9

প্রদত্ত,
রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য যথাক্রমে ৪ সেমি ও ৬ সেমি।

রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রঃ
ক্ষেত্রফল = ½ × (প্রথম কর্ণ × দ্বিতীয় কর্ণ)

অতএব,
ক্ষেত্রফল = ½ × 4 × 6
= ½ × 24
= 12 বর্গ সেমি

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0