সমাধান (147 টি প্রশ্ন )
4x - 9y = - 2 ..... (1)
3y - 2x = - 2 ..... (2)

(1) নং + (2) নং × 2
⇒ 4x - 9y + 6y - 4x = - 2 - 4
⇒ - 3y = - 6
∴ y = 2

(1) নং থেকে
⇒ 4x - 18 = - 2
⇒ 4x = 16
∴ x = 4
ধরি, সমীকরণটির মূলদ্বয় α ও β
দেওয়া আছে,
α + β = 2
এবং α3 + β3 = 27

এখন (α + β)3 = α3 + β3 + 3αβ(α + β)
⇒ 23 = 27 + 3 · αβ · 2
⇒ 6αβ = - 19
∴ αβ = - 19/6

সুতরাং α, β মূলবিশিষ্ট সমীকরণ x2 - (α + β)x + αβ = 0
বা, 6x2 - 12x - 19 = 0 নির্ণেয় সমীকরণ।
(x + 3)(x - 4) = (x - 5)(x + 1)
বা, x2 - 4x + 3x - 12 = x2 + x - 5x - 5
বা, x2 - x - 12 = x2 - 4x - 5
বা, x2 - x - 12 - x2 + 4x + 5 = 0
বা, 3x - 7 = 0
বা, 3x = 7
বা, x = 7/3

∴ নির্ণয় মান 7/3
এখানে a = 2, b = m, c = 8
সমীকরণের মূলদ্বয় বাস্তব ও সমান হলে
∴ b2 - 4ac = 0
⇒ m2 - 4 × 2 × 8 = 0
⇒ m2 - 64 = 0
⇒ m2 = 64
⇒ m = ± 8
x + y = a - b....................(1)
ax - by = a2 + b2 .................(2)

(1) নং × b + (2) নং থেকে,
bx + by + ax - by = ab - b2 + a2 + b2
⇒ ax + bx = a2 + ab
⇒ x(a + b) = a(a + b)
⇒ x = a

(1) নং থেকে,
x + y = a - b
⇒ a + y = a - b
⇒ y = - b

নির্ণেয় সমাধান (y, x) = (- b, a)
দেওয়া আছে
x + 2y = 8...............(1)
2x - 3y = - 5............(2)

(1)নং × 3 + (2)নং × 2 ⇒
3x + 6y + 4x - 6y = 24 - 10
7x = 14
x = 2

(1) নং হতে পাই
x + 2y = 8
2 + 2y = 8
2y = 8 - 2
2y = 6
y = 3

নির্ণেয় সমাধান (x, y) = (2, 3)
দেওয়া আছে
5x + 8 = 58
5x = 58 - 8
5x = 50
x = 10

আবার
x + 5y = 15
10 + 5y = 15
5y = 15 - 10
5y = 5
y = 1

y এর মান = 1
১ মাসের বেতন = ২৮২৫০ টাকা
১২ মাসের বেতন = ১২ × ২৮২৫০ টাকা = ৩৩৯০০০ টাকা
কর যোগ্য টাকার পরিমান = ৩৩৯০০০ টাকা - ২৮০০০০ টাকা = ৫৯০০০ টাকা
১০০ টাকায় আয়কর ১০ টাকা
৫৯০০০ টাকায় আয়কর ১০ × ৫৯০০০/১০০ টাকা = ৫৯০০ টাকা
ধরা যাক, লোকসংখ্যা হল x জন।
প্রশ্ন অনুযায়ী, যতজন লোক ছিল প্রত্যেকে তত ছয় টাকা করে চাঁদা দিয়েছে। এর মানে হল, প্রত্যেক ব্যক্তি 6x টাকা করে চাঁদা দিয়েছে।
মোট আদায়কৃত চাঁদার পরিমাণ,
x × 6x = 3456
বা, 6x2 = 3456
বা, x2 = 3456/6
বা, x2 = 576
বা, x = √576
বা, x = 24

সুতরাং, লোকসংখ্যা হল 24 জন। ​

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
দেওয়া আছে,
দৈর্ঘ্য = ১৬ মিটার
প্রস্থ = ১২ মিটার
উচ্চতা = ৪ মিটার

সুতরাং, ঘরের আয়তন = ১৬ মিটার × ১২ মিটার × ৪ মিটার
= ৭৬৮ ঘনমিটার

আমরা জানি,
১ ঘনমিটার পানির ওজন = ১০০০ কিলোগ্রাম।
তাহলে ৭৬৮ ঘনমিটার পানির ওজন = ৭৬৮ ঘনমিটার × ১০০০ কিলোগ্রাম/ঘনমিটার
= ৭৬৮০০০ কিলোগ্রাম

যেহেতু বায়ু পানির তুলনায় ০.০০১২৯ গুণ ভারী, তাহলে ওই ঘরের বাতাসের ওজন = ৭৬৮০০০ কিলোগ্রাম × ০.০০১২৯
= ৯৯০.৭২ কিলোগ্রাম
একটি ডিমের দাম = 0.90 / 12 = Tk. 0.075
একটি অমলেটের জন্য ডিমের খরচ = 3 ডিম * Tk. 0.075/ডিম = Tk. 0.225
একটি অমলেটের জন্য মরিচের খরচ = 0.20 টাকা/মরিচ * 1/4 মরিচ = Tk. 0.05
একটি অমলেটের জন্য মোট খরচ = Tk. 0.225 + Tk. 0.05 = Tk. 0.275
8টি অমলেটের জন্য মোট খরচ = 8 অমলেট * Tk. 0.275/অমলেট = Tk. 2.20
Steve এর টাইপিং গতি = 8 পৃষ্ঠা/ঘন্টা

যদি জ্যানও একই গতিতে টাইপ করে, তবে তার 100 পৃষ্ঠা টাইপ করতে সময় লাগবে = মোট পৃষ্ঠা / প্রতি ঘন্টার টাইপিং গতি
= 100 পৃষ্ঠা / 8 পৃষ্ঠা/ঘন্টা
= 100÷8
= 12.5

অতএব, Jan এর 100 পৃষ্ঠা টাইপ করতে 12.5 ঘন্টা সময় লাগবে।
ধরি, পুত্রের বর্তমান বয়স = x বছর
∴ পিতার বর্তমান বয়স = x + 24 বছর

৪ বছর পর:
পুত্রের বয়স = x + 4 বছর
পিতার বয়স = (x + 24) + 4 = x + 28 বছর

শর্তানুসারে:
x + 28 = 2(x + 4)
⇒ x + 28 = 2x + 8
⇒ 28 - 8 = 2x - x
⇒ x= 20 
0.5 + 0.05 + 0.005 × 0.5 × 0.05 × 0.005
= 0.5 + 0.05 + 0.000000625
= 0.550000625
যদি একটি মূল 3 হয়, তাহলে x = 3 বসিয়ে সমীকরণটি সিদ্ধ হবে।
অর্থাৎ, 32 - 5(3) + k = 0
বা, 9 - 15 + k = 0
বা, -6 + k = 0
বা, k = 6
- ধরা যাক, শুরুতে বাসে x জন যাত্রী ছিল।
- প্রথম স্টপেজে বাস থেকে অর্ধেক যাত্রী নামে, অর্থাৎ x/2 জন।
- দ্বিতীয় স্টপেজে আবার অর্ধেক যাত্রী নামে, অর্থাৎ x/4 জন।
- তৃতীয় স্টপেজে আরও অর্ধেক যাত্রী নামে, অর্থাৎ x/8 জন।
- চতুর্থ স্টপেজে অবশিষ্ট যাত্রীদের মধ্যে আরও অর্ধেক নামে।

এখন, প্রশ্নে বলা হয়েছে যে চতুর্থ স্টপেজে শেষ যাত্রীর পূর্ববর্তী যাত্রী নামে। অর্থাৎ চতুর্থ স্টপেজে x/16=1 হতে হবে।

এখন, সমীকরণটি সমাধান করে দেখি:
x/16 =1
x = 16 

সুতরাং, বাসে শুরুতে ১৬ জন যাত্রী ছিল।
12(x² + 1) = 25x
⇒ 12x² + 12 = 25x
⇒ 12x² - 25x + 12 = 0
⇒ 12x² - 16x - 9x + 12 = 0
⇒ 4x(3x - 4) - 3(3x - 4) = 0
⇒ (3x - 4)(4x - 3) = 0

∴ 3x - 4 = 0   অথবা 4x - 3 = 0
⇒ 3x = 4             ⇒ 4x = 3
⇒ x = ⁴⁄₃             ⇒ x = ¾
১৫C  
= ১৫!/{২!(১৫-২!)}
= (১৫×১৪×১৩!)/(২!×১৩!)
= (১৫×১৪)/২
= ১০৫ 
ধরি, ঘনকের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 'a'।

তাহলে, পূর্বের আয়তন = a³

যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য তিনগুণ করা হয়, তবে নতুন বাহুর দৈর্ঘ্য = 3a।

নতুন আয়তন = (3a)³ = 27a³

সুতরাং, নতুন আয়তন পূর্বের আয়তনের 27 গুণ হবে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
0.04 × 0.4 × a = (0.4 × 0.04 × √b)²

বা, 0.04 × 0.4 × a = 0.4² × 0.04² × b

বা, a = 0.4 × 0.04 × b

বা, a/b = 0.4 × 0.04

বা, a/b = 0.016
ধরি, (x₁, y₁) = (1, 2) এবং (x₂, y₂) = (5, 6)।

রেখাংশটিকে m:n অনুপাতে বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক নির্ণয়ের সূত্রটি হলো,

((mx₂ - nx₁) / (m - n), (my₂ - ny₁) / (m - n))

এখানে, m = 3 এবং n = 1।

এখন, সূত্রটিতে মানগুলো বসিয়ে পাই:

x-স্থানাঙ্ক: (3 * 5 - 1 * 1) / (3 - 1) = (15 - 1) / 2 = 14 / 2 = 7

y-স্থানাঙ্ক: (3 * 6 - 1 * 2) / (3 - 1) = (18 - 2) / 2 = 16 / 2 = 8

সুতরাং, (1, 2) এবং (5, 6) বিন্দুদ্বয়ের সংযোগকারী রেখাংশকে 3:1 অনুপাতে বহির্বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক হলো (7, 8)।
আমরা জানি,
y - y₁ = m(x - x₁)

এখানে, (x₁, y₁) হলো সেই বিন্দু যার মধ্য দিয়ে সরলরেখাটি যায়, এবং m হলো সরলরেখাটির ঢাল।

এই ক্ষেত্রে, বিন্দুটি হলো (2, 3) এবং ঢাল হলো 4।

সুতরাং,
y - 3 = 4(x - 2)
⇒ y - 3 = 4x - 8
⇒ y = 4x - 8 + 3
⇒ y = 4x - 5

সুতরাং, (2, 3) বিন্দুগামী এবং 4 ঢালবিশিষ্ট সরলরেখার সমীকরণ হলো y = 4x - 5।
মূল বিন্দুর স্থানাঙ্ক (0, 0)
একটি বিন্দু (x, y)

দুটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব = √{(x - x1)2 + (y - y1)2}
= √{(x - 0)2 + (y - 0)2}
= √(x2 + y2)
দেওয়া আছে,
3x + 2y = 24 ...... (1)
4x + 3y = 33 ...... (2)

{(1) × 3} - {(2) × 2} নং সমীকরণ থেকে পাই,
9x + 6y - 8x - 6y = 72 - 66
⇒ x = 6

x এর মান (1) নং এ বসাই,
3 × 6 + 2y = 24
⇒ 18 + 2y = 24
⇒ 2y = 24 - 18
⇒ 2y = 6
⇒ y = 3

∴ সরলরেখা দুটি (6, 3) বিন্দুতে ছেদ করে।
[{(a2 + b2- 2ab)/2ab} ÷ [{a3 - b3- 3ab(a - b)}/(a - b)]
[(a - b)2/2ab]÷ [{(a - b)3}/(a - b)]
[(a - b)2/2ab] ×[(a - b)/(a - b)3]
= 1/2ab
ধরি, দশক স্থানীয় অঙ্ক x
একক স্থানীয় অঙ্ক x + 2

সংখ্যাটি = 10x + x + 2 = 11x + 2

অংকদ্বয় স্থান পরিবর্তন করলে, সংখ্যাটি দাঁড়ায় 10(x + 2) + x = 11x + 20

প্রশ্নমতে,
11x + 20 = 2(11x + 2) - 6
⇒ 11x + 20 = 22x + 4 - 6
⇒ 11x + 20 = 22x - 2
⇒ 22x - 11x = 20 + 2
⇒ 11x = 22
∴ x = 2
সংখ্যাটি = 11 × 2 + 2 = 22 + 2 = 24
মনে করি,
ঘনকের এক ধার = a 
ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য = a√2

প্রশ্নমতে,
 a√2 = 5√2 
 ∴ a = 5

ঘনকটির আয়তন = a3
= 53
= 125 ঘন সে.মি.
∜x = 0.1
⟹ x1/4=1/10
⟹ x = (1/10)⁴
⟹ x = (1/10000)
∴ x= 0.0001

(ক + ক) = (খ + খ + খ)
⇒ ২ক = ৩খ
⇒ ২( ৫ - খ) = ৩খ
⌊∴ ক + খ = ৫⌋ ⌊∴ ক = ৫ - খ⌋
⇒ ১০ - ২খ = ৩খ
⇒ ৫খ = ১০
⇒  খ = ২
∴ ক = ৫ - ২ = ৩
∴ ক + খ২ = ৩ + ২
               = ৯ + ৪ = ১৩


ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
6√64 × 3√27
=6√26 × 3√33
= (26)1/6 × (33)1/3
= 2 × 3
= 6
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0