লেপ্রেসি বা কুষ্ঠরোগ একটি-

 

A ব্যাকটেরিয়াজনিত রোগ

B ভাইরাসজনিত রোগ

C ভিটামিনের অভাবজনিত রোগ

D হরমোনের অভাবজনিত রোগ

Solution

Correct Answer: Option A

- ব্যাকটেরিয়া হচ্ছে কোষীয় অঙ্গানুবিহীন, জটিল কোষ প্রাচীর ও আদি প্রকৃতির নিউক্লিয়াস বিশিষ্ট সরণ প্রকৃতির এককোষী আনুবীক্ষণিক জীব।

- এরা মানুষের কলেরা, টাইফয়েড, টিটেনাস, যক্ষ্মা, কুষ্ঠ প্রভৃতি রোগ সৃষ্টি করে।

- Mycobacterium leprae নামক ব্যাকটেরিয়া হতে কুষ্ঠ রোগ হয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions