কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা দেয়া হয় ?
Solution
Correct Answer: Option B
- বিসিজি (Bacillus Calmette-Guérin) টিকা প্রধানত যক্ষ্মা (টিবি) রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করা হয়।
- বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই টিকা অত্যন্ত কার্যকর।
- বিসিজি টিকা যক্ষ্মার মারাত্মক ধরন, যেমন - মস্তিষ্কের যক্ষ্মা (মেনিনজাইটিস) এবং সারা দেহে ছড়িয়ে পড়া যক্ষ্মা (মিলিয়ারি টিউবারকুলোসিস) থেকে শিশুদের সুরক্ষা প্রদান করে।