যে সকল প্রাণী এক মানবদেহ থেকে অন্য মানবদেহে রোগ জীবাণু বহন করে নিয়ে যায় তাদেরকে বলে-
Solution
Correct Answer: Option D
- ভেক্টর হলো এমন জীব (সাধারণত মশা, মাছি, উকুন ইত্যাদি) যারা এক মানবদেহ থেকে অন্য মানবদেহে রোগজীবাণু বহন করে নিয়ে যায়।
- A) ব্যাকটেরিয়া নিজেই এক ধরনের জীবাণু।
- B) এজেন্ট সাধারণত রোগসৃষ্টিকারী জীবাণুকেই (pathogen) বোঝায়।
- C) হোস্ট হলো যে জীবের দেহে জীবাণু বাস করে বা বংশবিস্তার করে।