Solution
Correct Answer: Option B
জলাতঙ্ক (ইংরেজি: Rabies) হল ভাইরাস জনিত এক ধরনের জুনোটিক রোগ ((অর্থাৎ যে রোগ টি প্রাণী থেকে মানুষের মধ্যে ছড়ায়))। রেবিজ ভাইরাস নামক এক ধরনের নিউরোট্রপিক ভাইরাস দিয়ে এই রোগ হয়। এই রোগ সাধারণত গৃহপালিত প্রাণী ও বন্য প্রাণীদের প্রথমে সংক্রমিত করে। ডেঙ্গু, পীতজ্বর, হাম, রুবেলা, মাম্পস, এইডস, পোলিও ইত্যাদি হলো ভাইরাসঘটিত রোগ।