কত শতকে বৈষ্ণব পদাবলির বিকাশ ঘটে?

A পঞ্চদশ শতাব্দী

B ষোড়শ শতাব্দী

C সপ্তদশ শতাব্দী

D অষ্টাদশ শতাব্দী

Solution

Correct Answer: Option B

- বৈষ্ণব পদাবলির বিকাশ ষোড়শ শতাব্দীতে ঘটে।
- এই সময় শ্রীচৈতন্যদেবের ভাব আন্দোলনকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে বৈষ্ণব সাহিত্যের জন্ম হয়।
- এই সময় বিদ্যাপতি, চণ্ডীদাস, জ্ঞানদাস, গোবিন্দদাস, রায়শেখর, বলরামদাস প্রমুখ বৈষ্ণব পদকর্তার আবির্ভাব ঘটে। তাদের হাত ধরেই বৈষ্ণব পদাবলী চরম উৎকর্ষ লাভ করে।
- বৈষ্ণব পদাবলি সাহিত্যর সূচনা চতুর্দশ শতকে বিদ্যাপতি ও চণ্ডীদাস-এর সময়ে হলেও ষোড়শ শতকে এই সাহিত্যের বিকাশ হয়।
- বৈষ্ণব পদাবলীর প্রধান অবলম্বন রাধাকৃষ্ণের প্রেমলীলা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions