Loading [MathJax]/extensions/tex2jax.js
 
রবীন্দ্র পরবর্তী (14 টি প্রশ্ন )
- বাংলা ভাষার যারা আধুনিক কবিতা সৃষ্টি করেছিলেন, তাদের মধ্যে প্রধান পাঁচজনকে পঞ্চপান্ডব বলা হয়।
- রবীন্দ্রনাথের পর তারাই বাংলা ভাষার প্রধান কবি।
- তারা হচ্ছেনঃ বুদ্ধদেব বসু (১৯০৮ - ১৯৭৪), জীবনান্দ দাশ (১৮৯৯ - ১৯৫৪), সুধীন্দ্রনাথ দত্ত (১৯০১ - ১৯৬০), বিষ্ণু দে (১৯০৯ - ১৯৮২) ও অমিয় চক্রবর্তী(১৯০১ - ১৯৮৭) এ পাঁচজন কবি মিলে সৃষ্টি করেন বাংলা ভাষায় আধুনিক কবিতা।
বুদ্ধদেব বসু ১৯০৮ সালের ৩০ নভেম্বর কুমিল্লায় জন্ম।বাংলা সাহিত্যের সব শাখায় তার অবাধ বিচরণ রয়েছে।
অপরদিকে সৈয়দ শামসুল হককে সব্যসাচী লেখক বলা হয় এবং তার জন্ম  ১৯৩৫ খ্রিষ্টাব্দে ২৭ ডিসেম্বর । তাই
রবীন্দ্রনাথ পরবর্তী সব্যসাচী লেখক বলা হয় বুদ্ধদেব বসু কে

- চর্যাপদের ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য প্রথম আলোচনা করেন সুনীতিকুমার তাঁর বিখ্যাতগ্রন্থ "The Origin and Development of the Bengali Language/বাঙলা ভাষার উৎপত্তি ও বিকাশ(ODBL=1926). 
- সংক্ষেপে এটিকে বলা হয় ODBL এবং এটি ১৯২৬ সালে প্রকাশিত।
- সুনীতিকুমার এই গ্রন্থে প্রমাণ করেন যে চর্যাপদ আর কারো নয়, বাঙালির এবং এর ভাষা বাংলা।






ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন



রাজশেখর বসু (মার্চ ১৬, ১৮৮০ - এপ্রিল ২৭, ১৯৬০) ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা। তিনি পরশুরাম ছদ্মনামে তার ব্যঙ্গকৌতুক ও বিদ্রুপাত্মক কথাসাহিত্যের জন্য প্রসিদ্ধ।
- রবীন্দ্রনাথ ঠাকুর তার 'খাপছাড়া' কাব্য রাজশেখর বসুকে উৎসর্গ করেন।
- তার উল্লেখযোগ্য গ্রন্থঃ
গড্ডলিকা,
চলন্তিকা,
হনুমানের স্বপ্ন,
লঘুগুরু ,
কুটিরশিল্প,
কালিদাসের মেঘদূত,
ভারতের খনিজ ইত্যাদি।
- চলন্তিকা অভিধান প্রণয়নের জন্য তিনি সর্বাধিক পরিচিতি।
রাজশেখর বসু (মার্চ ১৬, ১৮৮০ - এপ্রিল ২৭, ১৯৬০)ছিলেন একজন বিশিষ্ট ভারতীয় বাঙালি সাহিত্যিক, অনুবাদক, রসায়নবিদ ও অভিধান প্রণেতা।
-তিনি পরশুরাম ছদ্মনামে তার ব্যঙ্গকৌতুক ও বিদ্রুপাত্মক কথাসাহিত্যের জন্য প্রসিদ্ধ।
- গল্পরচনা ছাড়াও স্বনামে প্রকাশিত কালিদাসের মেঘদূত, বাল্মীকি রামায়ণ (সারানুবাদ), কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাসকৃত মহাভারত (সারানুবাদ), শ্রীমদ্‌ভগবদ্‌গীতা ইত্যাদি ধ্রুপদি ভারতীয় সাহিত্যের অনুবাদগ্রন্থগুলিও ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে।
- চলন্তিকা অভিধান প্রণয়নের জন্য তিনি সর্বাধিক পরিচিতি।
- সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ পশ্চিমবঙ্গ সরকার তাকে রবীন্দ্র পুরস্কারে ও ভারত সরকার পদ্মভূষণ সম্মানে ভূষিত করে।
- ১৯৫৫ খ্রিষ্টাব্দে আনন্দীবাঈ ইত্যাদি গল্প গ্রন্থের জন্য তিনি সাহিত্য অকাদেমি পুরস্কার লাভ করেছিলেন।
সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0