|
|
- রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম ১৮৬১ সালের ৭ মে (১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ) কলকাতার জোড়াসাঁকোর অভিজাত ঠাকুর পরিবারে। - তাঁর পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর এবং পিতামহ প্রিন্স দ্বারকানাথ ঠাকুর।
- ১৮৭৮ সালে প্রকাশিত হয় রবীন্দ্রনাথের প্রথম কাব্যগ্রন্থ তথা প্রথম মুদ্রিত গ্রন্থ কবিকাহিনী। - রবীন্দ্রনাথের ''ভিখারিণী'' গল্পটি (১৮৭৭) বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প। - তার প্রথম গীতিনাট্য বাল্মীকিপ্রতিভা।
- ১৯৪১ সালের ৭ আগস্ট (২২ শ্রাবণ ১৩৪৮) জোড়াসাঁকোর বাড়িতে রবীন্দ্রনাথ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
|
|
| |
|
|
|
- রশীদ করীম বাংলা সাহিত্যের এক বিশিষ্ট কথাশিল্পীর নাম। - তিনি ১৪ আগস্ট, ১৯২৫ সালে জন্মগ্রহণ করেন। - রশীদ করীমের 'উত্তম পুরুষ' উপন্যাস দেশভাগপূর্ব বাঙালি মুসলিম সমাজের বিশ্বস্ত দলিল। - তাঁর রচিত 'আমার যত গ্লানি' আর 'মায়ের কাছে যাচ্ছি' উপন্যাস যেন মহান মুক্তিযুদ্ধের মহাকাব্যিক দলিল। - ১৯৬১ সালে তিনি আদমজী পুরস্কার লাভ করেন। - ১৯৭২ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন। - ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করে। - ২০১১ সালের ২৬ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।
উপন্যাস: - উত্তম পুরুষ (১৯৬১) - প্রসন্ন পাষাণ (১৯৬৩) - আমার যত গ্লানি (১৯৭৩) - প্রেম একটি লাল গোলাপ (১৯৭৮) - সাধারণ লোকের কাহিনী (১৯৮১) - একালের রূপকথা (১৯৮১) - শ্যামা (১৯৮৪) - বড়ই নিঃসঙ্গ (১৯৮৫) - মায়ের কাছে যাচ্ছি (১৯৮৯) - চিনি না (১৯৯০) - পদতলে রক্ত (১৯৯০), এবং - লাঞ্চ বক্স (১৯৯৩)
ছোটগল্প: প্রথম প্রেম (১৯৮৪)
প্রবন্ধগ্রন্থ: - আর এক দৃষ্টিকোণ (১৯৮৯) - অতীত হয় নূতন পুনরায় (১৯৯২), এবং - মনের গহনে তোমার মুরতিখানি (১৯৯২)
আত্মজীবনী: জীবন মরণ (১৯৯৯)
|
|
| |
|
|
|
- অদ্বৈত মল্লবর্মণ (১৯১৪-১৯৫১) সাংবাদিক, ঔপন্যাসিক। - ১৯১৪ সালের ১ জানুয়ারি ব্রাহ্মণবাড়ীয়া জেলার গোকর্ণ গ্রামে এক দরিদ্র জেলে পরিবারে তাঁর জন্ম। - জীবিকার সন্ধানে অদ্বৈত ১৯৩৪ সালে কুমিল্লার বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী নরেন্দ্র দত্তের সঙ্গে কলকাতা যান। - সেখানে মাসিক পত্রিকা ত্রিপুরা সম্পাদনার মাধ্যমে তাঁর কর্মজীবন শুরু হয়। - পরে তিনি প্রেমেন্দ্র মিত্র সম্পাদিত নবশক্তি পত্রিকায় যোগ দেন। - তিনি মোহাম্মদী, আজাদ, নবযুগ, কৃষক, যুগান্তর প্রভৃতি পত্রিকায়ও সাংবাদিকতা করেন। - ১৯৪৫ সালে বিখ্যাত দেশ পত্রিকার সহকারী সম্পাদক হিসেবে যোগদান করে তিনি আমৃত্যু এ দায়িত্ব পালন করেন। - তাঁর একমাত্র উপন্যাস তিতাস একটি নদীর নাম মাসিক মোহাম্মদীতে প্রথম ধারাবাহিকভাবে (১৯৪৫-৪৭) প্রকাশিত হয়। - এ উপন্যাসের জন্যই তিনি সাহিত্যজগতে ব্যাপক খ্যাতি অর্জন করেন। - দুঃস্থ ও পরিচিত জনদের জন্যও তিনি প্রচুর খরচ করতেন। - দারিদ্র্য, অনাহার ও অতিশ্রমের কারণে যক্ষ্মারোগে আক্রান্ত হয়ে ১৯৫১ সালে ১৬ এপ্রিল মাত্র ৩৭ বছর বয়সে কলকাতায় তাঁর মৃত্যু হয়।
|
|
| |
|
|
|
হাসান আজিজুল হক (১৯৩৯-২০২১)
- বাংলাদেশের ছোটগল্পের ধারায় অত্যন্ত শক্তিমান লেখকরূপে স্বীকৃত হাসান আজিজুল হক। - বস্তুবাদী চিন্তা-চেতনার আলোকে তিনি সমাজ জীবনের অবক্ষয়, সাম্প্রদায়িকতা, নিম্ন মধ্যবিত্ত জীবনের প্রকৃত রূপ, হতাশা ও দারিদ্র্যের নিখুঁত চিত্র নির্লিপ্ত শিল্পীর মত অঙ্কন করেছেন। - হাসান আজিজুল হক ২ ফেব্রুয়ারি, ১৯৩৯ খ্রিষ্টাব্দে পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে জন্মগ্রহণ করেন। - রাজশাহী কলেজে পড়াকালীন ভাঁজপত্র 'চারপাতা'য় আমের মাহাত্ম্যবিষয়ক তাঁর প্রথম লেখা ছাপা হয়। - তিনি 'অসীমান্তিক' (১৯৯৮) নামে একটি পত্রিকা সম্পাদনা করেন। - তিনি 'বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার' (১৯৭০), 'আদমজী সাহিত্য পুরস্কার' (১৯৬৭), 'একুশে পদক' (১৯৯৯), 'আনন্দ পুরস্কার' (২০০৭) পান। - তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক ছিলেন এবং ২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 'বঙ্গবন্ধু চেয়ার' পদের জন্য মনোনীত হন। - তিনি ১৫ নভেম্বর, ২০২১ সালে মৃত্যুবরণ করেন।
|
|
| |
|
|
|
রোকেয়া সাখাওয়াত হোসেন (১৮৮০ – ১৯৩২):
- বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন বাংলা সাহিত্যের প্রথম নারীবাদী লেখিকা ও মুসলিম নারী জাগরণের অগ্রদূত। - নারীদের কুসংস্কারমুক্ত ও শিক্ষিত করতে এবং সমাজে প্রচলিত কুসংস্কারের বিরুদ্ধে তিনি লেখনী ধারণ করেছিলেন। - নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেন।
- রোকেয়া সাখাওয়াত হোসেন ৯ ডিসেম্বর, ১৮৮০ খ্রিষ্টাব্দে রংপুর জেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন।
- ১৮৯৭ সালে ১৬ বছর বয়সে উর্দুভাষী ডেপুটি ম্যাজিস্ট্রেট বিপত্নীক সৈয়দ সাখাওয়াত হোসেনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। - বিয়ের পর তিনি রোকেয়া খাতুন এর সাথে স্বামীর নাম সাখাওয়াত হোসেন যোগ করেন এবং আর. এস হোসেন নামে লিখতেন।
- তিনি মুসলিম নারী মুক্তি আন্দোলনের অগ্রদূত ছিলেন তাই তাকে 'মুসলিম নারী জাগরণের অগ্রদূত' বলা হয়।
- ১৯০২ সালে তাঁর প্রথম গল্প 'পিপাসা' প্রকাশিত হয় 'নবনূর' পত্রিকায়।
- ৩ মে, ১৯০৯ সালে স্বামীর মৃত্যুর পর ১৯১০ সালে কলকাতায় গমন করেন এবং নারী মুক্তির লক্ষ্যে তিনি 'সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল' (১৬ মার্চ, ১৯১১) ও 'আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম' (মুসলিম মহিলা সমিতি)- ১৯১৬ প্রতিষ্ঠা করেন।
- তিনি ৯ ডিসেম্বর, ১৯৩২ সালে কলকাতায় মারা যান।
- তার রচিত "মতিচুর", "অবরোধবাসিনী" ও "সুলতানার স্বপ্ন" উপন্যাসগুলি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ রচনা।
বেগম রোকেয়ার উলেখযোগ্য রচনার মধ্যে রয়েছে: - মতিচূর (প্রবন্ধ, ২ খন্ড: ১ম খন্ড ১৯০৪, ২য় খন্ড ১৯২২), - Sultana’s Dream (নকশাধর্মী রচনা, ১৯০৮), - পদ্মরাগ (উপন্যাস, ১৯২৪), - অবরোধবাসিনী (নকশাধর্মী গদ্যগ্রন্থ, ১৯৩১) প্রভৃতি।
|
|
| |
|
|
|
দ্বিজেন্দ্রলাল রায় এর জন্ম-মৃত্যু সাল ১৮৬৩-১৯১৩ ।
- ১৮৬৩ সালের ১৯ জুলাই, পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগরে দ্বিজেন্দ্রলাল রায় জন্ম গ্রহণ করেন। - তাঁর পিতা কার্তিকেয়চন্দ্র রায়। - দ্বিজেন্দ্রলাল রায় ডি. এল. রায় নামেও পরিচিত। - তিনি একজন কবি, নাট্যকার ও গীতিকার। তিনি বাংলা সমবেত কণ্ঠসঙ্গীতের প্রবর্তক। - এছাড়াও তিনি বাংলা প্যারোডি গানের পথিকৃৎ। - তিনি ‘পূর্ণিমা সম্মেলন’ (১৯০৫) সাংস্কৃতিক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। - ১৯১৩ সালের ১৭ই মে, কলকাতায় তিনি মৃত্যুবরণ করেন।
● নাটক: ঐতিহাসিক নাটক- - তারাবাঈ (১৯০৩), - রাজা প্রতাপসিংহ (১৯০৫), - দুর্গাদাস (১৯০৬), - সোহরাব রুস্তম (১৯০৮) , - নূরজাহান (১৯০৮), - মেবার পতন (১৯০৮), - সাজাহান (১৯০৯), - চন্দ্রগুপ্ত (১৯১২), - সিংহল বিজয় (১৯১৫)।
● প্রহসন নাটক- - একঘরে (১৮৮৯), - কল্কি অবতার (১৮৯৫), - বিরহ (১৮৯৭), - এ্যহস্পর্শ (১৯০১), - প্রায়শ্চিত্ত (১৯০২) , - পুনর্জন্ম (১৯১১), - আনন্দ-বিদায় (১৯১২)।
● পৌরাণিক নাটক- - পাষাণী (১৯০০), - সীতা (১৯০৮) , - ভীষ্ম (১৯১৪)।
● সামাজিক নাটক- - পরপারে (১৯১২), - বঙ্গনারী (১৯১৬)।
● কাব্যগ্রন্থ: - আর্যগাথা (১৮৮৪), - The Lyrics of India (১৮৮৬ ), - আষাঢ়ে (১৮৯৯), - হাসির গান (১৯০০), - মন্দ্র (১৯০২) , - আলেখ্য (১৯০৭), - ত্রিবেণী (১৯১২)।
- “ধনধান্য পুষ্পেভরা আমাদের এই বসুন্ধরা।”
- “বঙ্গ আমার! জননী আমার! ধাত্রী আমার! আমার দেশ।”
- “যেদিন সুনীল জলধি হইতে উঠিলে জননী ভারতবর্ষ।”
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
- কায়কোবাদ ১৮৫৭ সালে ঢাকার নবাবগঞ্জের আগলা পূর্বপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
- কিশোর কবি সুকান্ত ভট্রাচার্য ১৯২৬ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। - তার পৈতৃক নিবাস গোপালগঞ্জের কোটালিপাড়ায়। - মাত্র ২১ বছর বয়সে ১৯৪৭ সালে যক্ষ্মা রোগে তিনি মৃত্যুবরণ করেন। - তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থঃ ছাড়পত্র, ঘুম নেই, পূর্বাভাস, অভিযান, হরতাল ।
|
|
| |
|
|
|
শামসুর রাহমান (২৩ অক্টোবর ১৯২৯ - ১৭ আগস্ট ২০০৬) বাংলাদেশ ও আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি। ১৯৫৫ সালের ৮ই জুলাই শামসুর রাহমান জোহরা বেগমকে বিয়ে করেন।
শামসুর রহমানের কাব্যগ্রন্থ: - রৌদ্র করোটিতে, - বিধ্বস্ত নীলিমা, - শূন্যতায় তুমি শোকসভা, - ইকারুসের আকাশ, - উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ, - বুক তার বাংলাদেশের হৃদয়, - নিরালোকে দিব্যরথ, - নিজ বাসভূমে, - বন্দী শিবির থেকে, - ফিরিয়ে নাও ঘাতক কাঁটা, - শুনি হৃদয়ের ধ্বনি, - অন্ধকার থেকে আলোয় ইত্যাদি।
শামসুর রহমান রচিত আত্মস্মৃতি গ্রন্থ: - স্মৃতির শহর, - কালের ধুলোয় লেখা।
|
|
| |
|
|
|
-হুমায়ূন আহমেদ ছিলেন একজন বাংলাদেশি ঔপন্যাসিক, ছোটগল্পকার, নাট্যকার এবং গীতিকার, চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা। -তিনি ১৯ জুলাই ২০১২ তারিখে ৬৩ বছর বয়সে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে মৃত্যুবরণ করেন। -তার রচিত অন্যতম উপন্যাসসমূহ হলো মধ্যাহ্ন, জোছনা ও জননীর গল্প, মাতাল হাওয়া, লীলাবতী, কবি, বাদশাহ নামদার ইত্যাদি।
|
|
| |
|
|
|
প্রমথ চৌধুরী (৭ আগস্ট ১৮৬৮ — ২ সেপ্টেম্বর ১৯৪৬) ছিলেন একাধারে প্রাবন্ধিক, কবি ও ছোটগল্পকার। তাঁর রচিত উল্লেখযোগ্য প্রবন্ধ- -তেল-নুন-লকড়ী (১৯০৬) -বীরবলের হালখাতা (১৯১৬) -নানাকথা (১৯১৯) -ভাষার কথা আমাদের শিক্ষা (১৯২০) -রায়তের কথা (১৯১৯) -নানাচর্চা (১৯৩২) প্ -রবন্ধ সংগ্রহ (১৯৫২ ১ম খণ্ড ও ১৯৫৩ ২য় খণ্ড) ইত্যাদি।
|
|
| |
|
|
|
| |
|
|
|
তৎকালীন ময়মনসিংহ জেলা, বর্তমানে নেত্রকোনার কুতুবপুরে ১৯৪৮ সালের ১৩ ই নভেম্বর কৃষ্ণপক্ষের শনিবার রাত ১০ টা ৩০ মিনিটে হুমায়ূন আহমেদ জন্মগ্রহণ করেন।
|
|
| |
|
|
|
- ১৯৩২ সালের ৯ ডিসেম্বর বেগম রোকেয়া কলকাতায় মৃত্যুবরণ করেন। সেসময় তিনি 'নারীর অধিকার' নামে একটি প্রবন্ধ লিখছিলেন।
|
|
| |
|
|
|
কামিনী রায় ১৮৬৪ সালে ১২ অক্টোবর বরিশালের বাসন্ডা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি একজন কবি, সমাজসেবিকা, নারীবাদী লেখিকা। তিমি " জৈনিক বঙ্গমহিলা" ছদ্মনামে লিখতেন।
|
|
| |
|
|
|
ব্যাসবাক্য- বেলাকে অতিক্রান্ত।
|
|
| |
|
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
কাজী নজরুল ইসলাম ১৯৭৬ সালের ২৯ শে আগস্ট পিক্স ডিজিজে আক্রান্ত হয়ে মারা যান। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাংগন এ সমাহিহিত করা হয়য়।
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
| |
|
|
|
রবীন্দ্রনাথ ঠাকুর (৭ মে ১৮৬১ - ৭ আগস্ট ১৯৪১; ২৫ বৈশাখ ১২৬৮ - ২২ শ্রাবণ ১৩৪৮ বঙ্গাব্দ) ছিলেন অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সংগীতস্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোটগল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক।
বাংলা সাহিত্যের ছোটগল্পের জনক রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোটগল্পের নাম ভিখারিণী। এটি বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প।
তার রচিত আরও কয়েকটি উপন্যাস- শেষের কবিতা, গোরা, চতুরঙ্গ, ঘরে- বাইরে, দুইবোন, নৌকাডুবি, মালঞ্চ, রাজর্ষি। চোখের বালি বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিকমূলক সামাজিক উপন্যাস।
|
|
| |
|
|
|
মানিক বন্দ্যোপাধ্যায় ১৯০৮ খ্রিষ্টাব্দের ১৯ মে বিহারের সাঁওতাল পরগনা,বর্তমান ঝাড়খণ্ড রাজ্যের দুমকা শহরে জন্ম গ্রহণ করেন। তাঁর রচিত উপন্যাস- -দিবারাত্রির কাব্য (১৯৩৫) -জননী (১৯৩৫) -পুতুলনাচের ইতিকথা (১৯৩৬) -পদ্মানদীর মাঝি(১৯৩৬) -জীবনের জটিলতা (১৯৩৬) -অমৃতস্য পুত্রাঃ (১৯৩৮) -শহরতলি (প্রথম খণ্ড) (১৯৪০) -শহরতলি (দ্বিতীয় খণ্ড) (১৯৪১) -অহিংসা (১৯৪১) ইত্যাদি।
|
|
| |
|
|
|
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয় বর্তমান উত্তর ২৪ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঁটালপাড়া গ্রামে। তারিখ ২৭ জুন, ১৮৩৮ অর্থাৎ ১৩ আষাঢ় ১২৪৫। কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম অধুনা পশ্চিমবঙ্গের নদিয়া জেলার কৃষ্ণনগরে মামাবাড়িতে। সাহিত্যিক ও শিক্ষাবিদ কাজী ইমদাদুল হক এর জন্ম ১
|
|
| |
|
|
|
∎পাহাড়তলী: পাহাড়তলী বাংলাদেশের চট্টগ্রাম শহরের একটি এলাকা। এখানে বাংলাদেশ রেলওয়ের প্রধান প্রকৌশল ও মেরামত কারখানা অবস্থিত। এছাড়া এখানে অন্যান্য বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান রয়েছে। বাংলাদেশ টেলিভিশন এর চট্টগ্রাম কেন্দ্র পাহাড়তলীতে অবস্থিত। এখানে ইউনিভার্সিটি অব সাইন্স অ্যান্ড টেকনোলজির মূল ক্যাম্পাস রয়েছে।
|
|
| |
|
|
|
পল্লীকবি জসিমউদ্দীন ১৯০৩ সালের ১ জানুয়ারি, ফরিদপুর জেলার তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন, ১৯৭৬ সালের ১৩ মার্চ মৃত্যুবরণ করেন।
|
|
| |
|
ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।
লগইন করুন
|
|
|
মহাকবি আলাওল ফতেহাবাদের জালালপুরে জন্মগ্রহণ করেন। আলাওলের উল্ল্যেখযোগ্য রচনা পদ্মাবতী, তোহফা, সেকান্দারনামা, সঙ্গীতন শাস্ত্র (রাগতাল নামা), বাংলা ও ব্রজবুলি ভাষায় রাধাকৃষ্ণ রূপকে রচিত পদাবলী ইত্যাদি।
|
|
| |
|