মুক্তিযুদ্ধ ভিত্তিক সাহিত্য (262 টি প্রশ্ন )
বাঙালি লেখক শহীদুল জহির বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পটভূমিকে ধারণ করে রচনা করেন নাতিদীর্ঘ উপনাস 'জীবন ও রাজনৈতিক বাস্তবতা ' । এ উপন্যাসের আলোকে সৈয়দ জামিল আহমেদ একই শিরোনামে একটি মঞ্চ নাটক তৈরি করেন .২৩ মার্চ ,২০১৯ সালে শহীদুল জহিরের মৃত্যুবার্ষিকীতে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হয় ।
- শওকত ওসমানের প্রতীকাশ্রয়ী উপন্যাস 'ক্রীতদাসের হাসি' ।
- শওকত আলী সেন রাজাদের রাজত্বকাল এবং তুর্কি আক্রমণের সমকালীন পটভূমি নিয়ে রচনা করেন 'প্রদোষ প্রাকৃতজন ' ।
- যাত্রা শিল্পীদের নিয়ে রচিত আহমাদ মোস্তফা কামালের সামাজিক উপন্যাস 'কান্নাপর্ব ' ।
'জীবন থেকে নেওয়া' ১৯৭০ সালে মুক্তিপ্রাপ্ত একটি বিখ্যাত বাংলা চলচ্চিত্র, যার পরিচালক কিংবদন্তী চলচ্চিত্রকার জহির রায়হান। এই চলচ্চিত্রটি রূপক অর্থে তৎকালীন পূর্ব পাকিস্তানের স্বৈরাচারী শাসনকে তুলে ধরেছিল।

একটি পরিবারের কাহিনীকে কেন্দ্র করে চলচ্চিত্রটি নির্মিত হলেও এর মাধ্যমে মূলত ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত বাঙালির স্বাধিকার আদায়ের সংগ্রামকে ফুটিয়ে তোলা হয়েছে। এটি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে অন্যতম প্রভাবশালী এবং মাইলফলক সৃষ্টিকারী একটি কাজ হিসেবে বিবেচিত হয়।
হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস 'জোছনা ও জননীর' গল্প
তাঁর রচিত আরও কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ
- আগুনের পরশমণি,
- শ্যামল ছায়া,
- অনীল বাগচীর একদিন,
- ১৯৭১, নির্বাসন,
- সূর্যের দিন। 

- নুরুলদীনের সারাজীবন' কাব্যনাট্য রচয়িতা সৈয়দ শামসুল হক। এ নাটকে কৃষক বিদ্রোহ উপজীব্য হয়ে উঠেছে।
- 'বং থেকে বাংলা' উপন্যাসের রচয়িতা রিজিয়া খান। এই উপন্যাসে আদিকাল থেকে বর্তমান বাংলাদেশের নিত্তিক পরিচয় চমৎকার ভাবে ফুটিয়ে তোলা হয়েছে।
- পানকৌড়ির রক্ত গল্পগ্রন্থের রচয়িতা আল মাহমুদ।
- জহির রায়হান রচিত ভাষা আন্দোলনভিত্তিক প্রথম উপন্যাস 'আরেক ফাল্গুন '. ১৯৪৮ থেকে ১৯৫২ হয়ে ১৯৫৫ সালে বর্তমান শহিদ মিনারের ভিত্তি প্রস্তর স্থাপন পর্যন্ত চলমান আন্দোলন ,জনতার সম্মিলন ,ছাত্র /ছাত্রীদের প্রত্যক্ষ অংশগ্রহণ ,তাদের প্রেম -প্রণয় ইত্যাদি এ উপন্যাসের মূল বিষয় .
- ১৯৭১ সালের বাংলাদেশ্র মুক্তিযুদ্ধের সময়কালে যশোরের কালীগঞ্জের একটি সত্য ঘটনা অবলম্বনে সেলিনা হোসেন রচনা করেন মুক্তিযুদ্ধ ভিত্তিক উপন্যাস 'হাঙর নদী গ্রেনেড ' ।
- হাসান আজিজুল হক রচিত উপন্যাস 'জীবন ঘষে আগুন '.
- ১৯৫২ সালের ভাষা আন্দোলনের পটভূমিতে মুনীর চৌধুরী রচিত নাটক 'কবর'। উল্লেখ্য ,জসীমউদ্দীনের 'কবর 'নামে একটি কবিতা রয়েছে।
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র   -  পরিচালক
• ওরা ১১  - জন চাষী নজরুল ইসলাম
• একাত্তরের যীশু -নাসিরউদ্দিন ইউসুফ
• আমার বন্ধু রাশেদ- মোরশেদুল ইসলাম
• অনিল বাগচীর একদিন-  মোরশেদুল ইসলাম
• গেরিলা-   নাসিরউদ্দিন ইউসুফ
আগুনের পরশমণি -  হুমায়ূন আহমেদ
• শ্যামল ছায়া -  হুমায়ূন আহমেদ
• আবার তোরা মানুষ হ - খান আতাউর রহমান
• Stop Genocide, A State is Born (প্রামাণ্য চিত্র)- জহির রায়হান
• ১৯৭১ (প্রামাণ্য চিত্র)-  তানভীর মোকাম্মেল
• রিফিউজি ৭১(প্রামাণ্য চিত্র) -  বিনয় রায়।
- শহীদুল জহির বাংলা সাহিত্যে পরাবাস্তবতা ও জাদু বাস্তবতার প্রথম সফল আর্টিস্ট।
- শহীদুল জহির (১৯৫৩ সালের ১১ সেপ্টেম্বর) পুরান ঢাকার নারিন্দার ৩৬ ভূতের গলিতে (ভজ হরি সাহা স্ট্রিট) জন্মগ্রহণ করেন।
- তার প্রকৃত নাম মোহাম্মদ শহীদুল হক।
- তিনি অমর কিছু সাহিত্যকর্ম রেখে গেছেন।
- জয়েসের যেমন ছিল ডাবলিন, শহীদুল জহিরের ঠিক তেমনিই নারিন্দা ভুতের গলি।
- তার অন্যতম উপন্যাসগুলো হলো (জীবন ও রাজনৈতিক বাস্তবতা-১৯৮৮), (সে রাতে পূর্ণিমা ছিল-১৯৯৫), (মুখের দিকে দেখি-২০০৬) ইত্যাদি।
- তাঁর উল্লেখযোগ্য গল্পগুলো হল (ভালোবাসা -১৯৭৪), (পারাপার- ১৯৮৫), (আগারগাঁও কলোনিতে কেন নয়নতারা নেই- ১৯৯১), (ডোলু নদীর বাতাস- ২০০৩) ইত্যাদি।
- তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।
- তিনি ওয়াশিংটন ডিসির আমেরিকান ইউনিভার্সিটি ও বারমিংহাম ইউনিভার্সিটিতেও পড়ালেখা করেন।
- তিনি ১৯৮১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে সহকারী সচিব পদে যোগ দেন।
- ২০০৮ এ তার মৃত্যুর আগ পর্যন্ত পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ে সচিব পদে কাজ করে গেছেন।
- তিনি ২০০৮ সালের ২৩ মার্চ ল্যাবএইড কার্ডিয়াক হসপিটালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান, তাকে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়।
- ঔপন্যাসিক শওকত ওসমান ( ১৯১৭ - ১৯৯৮ ) রচিত 'আর্তনাদ' উপন্যাসটি ১৯৮৫ সালে প্রকাশিত হয় ।
- এটি ভাষা আন্দোলনকে কেন্দ্র করে রচিত একটি উপন্যাস ।
সৈয়দ শামসুল হক রচিত মুক্তিযুদ্ধভিত্তিক কাব্য নাটক 'পায়ের আওয়াজ পাওয়া যায়'। তাঁর রচিত আরও কয়েকটি কাব্য নাটক— নুরুলদীনের সারাজীবন, গণনায়ক, এখানে এখন।
- তারেক মাসুদ ও তার স্ত্রী ক্যাথেরিন মাসুদ পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক বিখ্যাত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র হলো ''মুক্তির গান'' (১৯৯৫)।

তারেক মাসুদ পরিচালিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে:
- সোনার বেড়ি
- অন্তর্যাত্রা
- আদম সুরত
- মাটির ময়না
- রানওয়ে।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
জাহানারা ইমাম ছিলেন একজন বাংলাদেশী লেখিকা, কথাসাহিত্যিক, শিক্ষাবিদ এবং একাত্তরের ঘাতক দালাল বিরোধী আন্দোলনের নেত্রী। তিনি বাংলাদেশে শহীদ জননী হিসেবে পরিচিত।
- তাঁর বিখ্যাত গ্রন্থ একাত্তরের দিনগুলি।
তাঁর রচিত শিশু সাহিত্যঃ
- গজকচ্ছপ,
- সাতটি তারার ঝিকিমিকি,
- বিদায় দে মা ঘুরে আসি।

অনুবাদ গ্রন্থঃ
- জাগ্রত ধরিত্রী,
- তেপান্তরের ছোট্ট শহর,
- নদীর তীরে ফুলের মেলা।

মুক্তিযুদ্ধভিত্তিক রচনাঃ
- বীরশ্রেষ্ঠ,
- বুকের ভিতরে আগুন,
- একাত্তরের দিনগুলি।

অন্যান্য গ্রন্থ- অন্য জীবন, জীবন মৃত্যু, শেক্সপীয়রের ট্রাজেডি, নি সঙ্গ পাইন, নাটকের অবসান, দুই মেরু, প্রবাসের দিনগুলি, ক্যান্সারের সঙ্গে বসবাস, বাংলা উচ্চারণ অভিধান (যৌথভাবে সম্পাদিত) ইত্যাদি।
আখতারুজ্জামান ইলিয়াস রচিত 'দুধেভাতে উৎপাত' গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত 'মিলির হাতে স্টেনগান' গল্পে মুক্তিযুদ্ধকালীন বাংলাদেশের চিত্র অঙকন করা হয়েছে।
''দুধেভাতে উৎপাত'' গ্রন্থটিতে চারটি গল্প রয়েছে।
যথা -
- মিলির হাতে স্টেনগান
- দুধভাতে উৎপাত
- পায়ের নিচে জল
- দখল
- অলাতচক্র চলচ্চিত্রটি ২০২১ সালে মুক্তি পায়
- এর পরিচালক হাবিবুর রহমান
- এটি মুক্তিযুদ্ধের ওপর নির্মিত বাংলাদেশের প্রথম থ্রিডি (3D) চলচ্চিত্র
- চলচ্চিত্রটি ১৯ মার্চ ২০২১ তারিখে মুক্তি পায়
- 'স্টপ জেনােসাইড' বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত একটি প্রামাণ্য চলচ্চিত্র ।
- শহিদ বুদ্ধিজীবী ও বিশিষ্ট চলচ্চিত্রকার জহির রায়হান বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে ২০ মিনিট দৈর্ঘ্যের এই তথ্যচিত্রটি তৈরি করেন ।
- সহকারী আলমগীর কবিরকে সাথে নিয়ে মুজিবনগর সরকারের তথ্য ও চলচ্চিত্র বিভাগের আর্থিক সহায়তায় তিনি 'স্টপ জেনােসাইড ’ নির্মাণ করেন ।
- মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র 'ওরা ১১ জন' এর পরিচালক চাষী নজরুল ইসলাম ।
- এছাড়াও তার পরিচালিত মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হলো: সংগ্রাম (১৯৭৪), হাঙ্গর নদী গ্রেনেড (১৯৯৭), মেঘের পরে মেঘ (২০০৪) এবং ধ্রুবতারা ।
- রশীদ করীম বাংলা সাহিত্যের এক বিশিষ্ট কথাশিল্পীর নাম।
- তিনি ১৪ আগস্ট, ১৯২৫ সালে জন্মগ্রহণ করেন।
- রশীদ করীমের 'উত্তম পুরুষ' উপন্যাস দেশভাগপূর্ব বাঙালি মুসলিম সমাজের বিশ্বস্ত দলিল।
- তাঁর রচিত 'আমার যত গ্লানি' আর 'মায়ের কাছে যাচ্ছি' উপন্যাস যেন মহান মুক্তিযুদ্ধের মহাকাব্যিক দলিল।
- ১৯৬১ সালে তিনি আদমজী পুরস্কার লাভ করেন।
- ১৯৭২ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করেন।
- ১৯৮৪ সালে বাংলাদেশ সরকার তাকে একুশে পদক প্রদান করে।
- ২০১১ সালের ২৬ নভেম্বর তিনি মৃত্যুবরণ করেন।

উপন্যাস:
- উত্তম পুরুষ (১৯৬১)
- প্রসন্ন পাষাণ (১৯৬৩)
- আমার যত গ্লানি (১৯৭৩)
- প্রেম একটি লাল গোলাপ (১৯৭৮)
- সাধারণ লোকের কাহিনী (১৯৮১)
- একালের রূপকথা (১৯৮১)
- শ্যামা (১৯৮৪)
- বড়ই নিঃসঙ্গ (১৯৮৫)
- মায়ের কাছে যাচ্ছি (১৯৮৯)
- চিনি না (১৯৯০)
- পদতলে রক্ত (১৯৯০), এবং
- লাঞ্চ বক্স (১৯৯৩)

ছোটগল্প: প্রথম প্রেম (১৯৮৪)

প্রবন্ধগ্রন্থ:
- আর এক দৃষ্টিকোণ (১৯৮৯)
- অতীত হয় নূতন পুনরায় (১৯৯২), এবং
- মনের গহনে তোমার মুরতিখানি (১৯৯২)

আত্মজীবনী: জীবন মরণ (১৯৯৯)
- রাজিয়া খান আমিন মূলত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে অধ্যাপনা করলেও সাহিত্যের অঙ্গনেও তাঁর সমান পদচারণা ছিল।
- সাহিত্যকর্মে তাঁর যাত্রা শুরু হয়েছিল ১৯৫৮ সালে।
- তাঁর সাড়া জাগানো বই ‘বটতলার উপন্যাস’।
- ১৯৭৪ এর দেশ বিভাগের পরবর্তী প্রেক্ষাপটে ‘বটতলার উপন্যাস’টি রচিত হয়।

তার প্রকাশিত উল্লেখযোগ্য উপন্যাস হলো:
- 'অনুকল্প' (১৯৫৯),
- ‘প্রতিচিত্র’ (১৯৭৬),
- ‘চিত্রকাব্য’ (১৯৮০),
- ‘দ্রৌপদী’ (১৯৯৩) মুক্তিযুদ্ধভিত্তিক,
- ‘পদাতিক’ (১৯৯৮)।
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:

- তাহমিনা আনাম -- এ গোল্ডেন এজ 
- আনোয়ার পাশা -- 'রাইফেল রুটি আওরাত'(১৯৭৩)
- শওকত ওসমান লিখেছেন ৪টি উপন্যাস ---জাহান্নাম হইতে বিদায়(১৯৭১),নেকড়ে অরণ্য (১৯৭৩),দুই সৈনিক (১৯৭৩),জলাঙ্গী (১৯৭৬)
- সৈয়দ শামসুল হক লিখেছেন --- নীল দংশন(১৯৮১),নিষিদ্ধ লোবান(১৯৮১).
- সেলিনা হোসেন লিখেছেন -- হাঙর নদীর গ্রেনেড (১৯৮৭).
- রশীদ হায়দারের লিখেছেন --- 'নষ্ট জোছনায় এ কেমন অরণ্য' (১৯৮২)।
-  হুমায়ুন আহমেদ লিখেছেন -- শ্যামল ছায়া(১৯৭৩), সৌরভ (১৯৮৪)
- ইমদাদুল হক মিলন লিখেছেন -- 'ঘেরাও(১৯৮৪)।
- শামসুর রাহমান লিখেছেন -- ' অদ্ভুত আঁধার এক(১৯৮৫).
- আবু জাফর শামসুদ্দিন লিখেছেন -- 'দেয়াল (১৯৮৬)
- হারুন হাবিব লিখেছেন - 'প্রিয়যোদ্ধা প্রিয়তম(১৯৮২)
মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র   -  পরিচালক
• ওরা ১১  - জন চাষী নজরুল ইসলাম
• একাত্তরের যীশু -নাসিরউদ্দিন ইউসুফ
• আমার বন্ধু রাশেদ- মোরশেদুল ইসলাম
• অনিল বাগচীর একদিন-  মোরশেদুল ইসলাম
• গেরিলা-   নাসিরউদ্দিন ইউসুফ
• আগুনের পরশমণি -  হুমায়ূন আহমেদ
• শ্যামল ছায়া -  হুমায়ূন আহমেদ
• আবার তোরা মানুষ হ - খান আতাউর রহমান
• Stop Genocide, A State is Born (প্রামাণ্য চিত্র)- জহির রায়হান
• ১৯৭১ (প্রামাণ্য চিত্র)-  তানভীর মোকাম্মেল
• রিফিউজি ৭১(প্রামাণ্য চিত্র) -  বিনয় রায়।
- 'আমার বন্ধু রাশেদ' একটি মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ উপন্যাস।
- এর রচয়িতা মুহম্মদ জাফর ইকবাল। এর প্রকাশকাল ১৯৯৪ সালে
- এ উপন্যাসের অবলম্বনে নির্মিত হয় একই নামের একটি চলচ্চিত্র, যার পরিচালনা করেন রিজভী হাসান।
- চলচ্চিত্রটি মুক্তি পায় ১ এপ্রিল ২০১১ সালে।
- মুহম্মদ জাফর ইকবালের অন্যান্য কিশোর উপন্যাস- দীপু নম্বর টু, হাতকাটা রবিন, টি-রেক্সের সন্ধানে, বুবুনের বাবা, আমি তপু।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন
হুমায়ূন আহমেদ রচিত মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস -
- আগুনের পরশমণি,
- অনিল বাগচীর একদিন,
- সূর্যের দিন, ১৯৭১,
- শ্যামল ছায়া,
- জোছনা ও জননীর গল্প ইত্যাদি।
আনোয়ার পাশা (এপ্রিল ১৫, ১৯২৮-ডিসেম্বর ১৪, ১৯৭১) ছিলেন একজন বাংলাদেশি কবি ও কথাসাহিত্যিক। তাঁর পিতার নাম হাজী মকরম আলী আর মাতার নাম সাবেরা খাতুন। ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে ঢাকার মিরপুরের বধ্যভূমিতে পাকিস্তান সেনাবাহিনীর সহযোগী আল বদর বাহিনীর সদস্যদের হাতে তিনি নিহত হন।

• আনোয়ার পাশা রচিত উপন্যাস:
- নিশুতি রাতের গাথা,
- নীড় সন্ধানী ও
- রাইফেল রোটি আওরাত(১৯৭৩) (মুক্তিযুদ্ধভিত্তিক)। 

• গল্পগ্রন্থ: নিরুপায় হরিণী।

• তাঁর রচিত কাব্যগ্রন্থ:
- নদী নিঃশেষিত হলে,
- সমুদ্র শৃঙ্খলতা উজ্জয়িনী।
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাসঃ
১. রাইফেল রোটি আওরাত;আনোয়ার পাশা।
২. জাহান্নাম হইতে বিধায়;শওকত ওসমান।
৩. ওংকার;আহমদ ছফা।
৪. হাঙ্গর নদী গ্রেনেড;সেলিনা হোসেন।
৫. খাঁচায়;রশীদ হায়দার।
 
মুক্তিযুদ্ধভিত্তিক কবিতাঃ
১. মুক্তিযোদ্ধা;জসীমউদদীন।
২. দগ্ধগ্রাম;জসীমউদদীন।
৩. বন্দী শিবির থেকে;শামসুর রহমান।
৪. পুত্রদের প্রতি;আবুল হোসেন।
৫. প্রথম শহীদ বাংলাদেশের মেয়ে;সুফিয়া কামাল।
 
মুক্তিযুদ্ধভিত্তিক  নাটকঃ
১. পায়ের আওয়াজ পাওয়া যায় - সৈয়দ শামসুল হক
২. বকুলপুরের স্বাধীনতা;মমতাজউদদীন আহমদ।
৩. নরকে লাল গোলাপ;আলাউদদীন আল আজাদ।
৪. আয়নায় বন্ধুর মুখ;আবদুল্লাহ আল মামুন।
৫. যে অরন্যে আলো নেই;নীলিমা ইব্রাহিম।

স্বাধীনতাপূর্ব ও পরোক্ষভাবে স্বাধীনতার ইঙ্গিতবাহী উপন্যাসঃ
১. ক্রীতদাসের হাসি;১৯৬২;শওকত ওসমান।
২. কিষাণ;১৯৬৯;ইন্দু সাহা।
৩. রাঙ্গা প্রভাত;১৯৫৭;আবুল ফজল।
৪. নীড় সন্ধানী;১৯৬৮;আনোয়ার পাশা।
৫. বিদ্রোহী কৈবর্ত;১৯৬৯;সত্যেন সেন।

মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:

- তাহমিনা আনাম -- এ গোল্ডেন এজ 
- আনোয়ার পাশা -- 'রাইফেল রুটি আওরাত'(১৯৭৩)
- শওকত ওসমান লিখেছেন ৪টি উপন্যাস ---জাহান্নাম হইতে বিদায়(১৯৭১),নেকড়ে অরণ্য (১৯৭৩),দুই সৈনিক (১৯৭৩),জলাঙ্গী (১৯৭৬)
- সৈয়দ শামসুল হক লিখেছেন --- নীল দংশন(১৯৮১),নিষিদ্ধ লোবান(১৯৮১).
- সেলিনা হোসেন লিখেছেন -- হাঙর নদীর গ্রেনেড (১৯৮৭).
- রশীদ হায়দারের লিখেছেন --- 'নষ্ট জোছনায় এ কেমন অরণ্য (১৯৮২)।
-  হুমায়ুন আহমেদ লিখেছেন -- শ্যামল ছায়া(১৯৭৩), সৌরভ (১৯৮৪)
- ইমদাদুল হক মিলন লিখেছেন -- 'ঘেরাও(১৯৮৪)।
- শামসুর রাহমান লিখেছেন -- ' অদ্ভুত আঁধার এক(১৯৮৫).
- আবু জাফর শামসুদ্দিন লিখেছেন -- 'দেয়াল (১৯৮৬)
- হারুন হাবিব লিখেছেন - 'প্রিয়যোদ্ধা প্রিয়তম(১৯৮২)
মুক্তিযুদ্ধভিত্তিক প্রথম চলচ্চিত্র 'ওরা ১১ জন' এর পরিচালক চাষী নজরুল ইসলাম । এছাড়াও তার পরিচালক মুক্তিযুদ্ধভিত্তিক কয়েকটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হলো- সংগ্রাম (১৯৭৪), হাঙ্গর নদী গ্রেনেড (১৯৯৭), মেঘের পরে মেঘ (২০০৪) এবং ধ্রুবতারা ।
মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস:

- তাহমিনা আনাম -- এ গোল্ডেন এজ 
- আনোয়ার পাশা -- 'রাইফেল রুটি আওরাত'(১৯৭৩)
- শওকত ওসমান লিখেছেন ৪টি উপন্যাস ---জাহান্নাম হইতে বিদায়(১৯৭১),নেকড়ে অরণ্য (১৯৭৩),দুই সৈনিক (১৯৭৩),জলাঙ্গী (১৯৭৬)
- সৈয়দ শামসুল হক লিখেছেন --- নীল দংশন(১৯৮১),নিষিদ্ধ লোবান(১৯৮১).
- সেলিনা হোসেন লিখেছেন -- হাঙর নদীর গ্রেনেড (১৯৮৭).
- রশীদ হায়দারের লিখেছেন --- 'নষ্ট জোছনায় এ কেমন অরণ্য (১৯৮২)।
- হুমায়ুন আহমেদ লিখেছেন -- শ্যামল ছায়া(১৯৭৩), সৌরভ (১৯৮৪)
- ইমদাদুল হক মিলন লিখেছেন -- 'ঘেরাও(১৯৮৪)।
- শামসুর রাহমান লিখেছেন -- ' অদ্ভুত আঁধার এক(১৯৮৫).
- আবু জাফর শামসুদ্দিন লিখেছেন -- 'দেয়াল (১৯৮৬)
- হারুন হাবিব লিখেছেন - 'প্রিয়যোদ্ধা প্রিয়তম(১৯৮২).
মুক্তিযুদ্ধভিত্তিক নাটক-
- যে অরণ্যে আলো নেই : নীলিমা ইব্রাহীম
- পায়ের আওয়াজ পাওয়া যায় : সৈয়দ শামসুল হক
- ‘বর্ণচোরা’ ও ‘কী চাহ শঙ্খচিল' : মমতাজউদ্দীন আহমেদ
- নরকে লাল গোলাপ : আলাউদ্দিন আল আজাদ
- প্রতিদিন একদিন : সাঈদ আহমদ

মুক্তিযুদ্ধভিত্তিক প্রবন্ধ-
- A Search for Identity : মেজর মোহাম্মদ আবদুল জলিল
- The Liberation of Bangladesh : মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
- আমি বীরাঙ্গনা বলছি : ড. নীলিমা ইব্রাহীম
- একাত্তরের ঢাকা : সেলিনা হোসেন স্মৃতিকথা
- আমি বিজয় দেখেছি : এম আর আখতার মুকুল
- একাত্তরের দিনগুলি : জাহানারা ইমাম
- একাত্তরের ডায়েরি : সুফিয়া কামাল
- একাত্তরের যীশু : শাহরিয়ার কবির

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র-
- Stop Genocide: জহির রায়হান
- ওরা ১১ জন : চাষী নজরুল ইসলাম
- আবার তোরা মানুষ হ : খান আতাউর রহমান
- হাঙ্গর নদী গ্রেনেড : চাষী নজরুল ইসলাম
- অরুণোদয়ের অগ্নিসাক্ষী : সুভাষ দত্ত

মুক্তিযুদ্ধের জনপ্রিয় ১০টি উপন্যাসঃ
-রাইফেল রোটি আওরাত
-নেকড়ে অরণ্য
-যাত্রা
-হাঙর নদী গ্রেনেড
-জীবন আমার বোন
-দ্বিতীয় দিনের কাহিনী
-খাঁচায়
-জোছনা ও জননীর গল্প
-সাড়ে তিন হাত ভূমি
-জীবন ও রাজনৈতিক বাস্তবতা
মুক্তিযুদ্ধভিত্তিক নাটক-
- যে অরণ্যে আলো নেই : নীলিমা ইব্রাহীম
- পায়ের আওয়াজ পাওয়া যায় : সৈয়দ শামসুল হক
- ‘বর্ণচোরা’ ও ‘কী চাহ শঙ্খচিল' : মমতাজউদ্দীন আহমেদ
- নরকে লাল গোলাপ : আলাউদ্দিন আল আজাদ
- প্রতিদিন একদিন : সাঈদ আহমদ

মুক্তিযুদ্ধভিত্তিক প্রবন্ধ-
- A Search for Identity : মেজর মোহাম্মদ আবদুল জলিল
- The Liberation of Bangladesh : মেজর জেনারেল সুখওয়ান্ত সিং
- আমি বীরাঙ্গনা বলছি : ড. নীলিমা ইব্রাহীম
- একাত্তরের ঢাকা : সেলিনা হোসেন স্মৃতিকথা
- আমি বিজয় দেখেছি : এম আর আখতার মুকুল
- একাত্তরের দিনগুলি : জাহানারা ইমাম
- একাত্তরের ডায়েরি : সুফিয়া কামাল
- একাত্তরের যীশু : শাহরিয়ার কবির

মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র-
- Stop Genocide: জহির রায়হান
- ওরা ১১ জন : চাষী নজরুল ইসলাম
- আবার তোরা মানুষ হ : খান আতাউর রহমান
- হাঙ্গর নদী গ্রেনেড : চাষী নজরুল ইসলাম
- অরুণোদয়ের অগ্নিসাক্ষী : সুভাষ দত্ত

মুক্তিযুদ্ধের জনপ্রিয় ১০টি উপন্যাসঃ
-রাইফেল রোটি আওরাত
-নেকড়ে অরণ্য
-যাত্রা
-হাঙর নদী গ্রেনেড
-জীবন আমার বোন
-দ্বিতীয় দিনের কাহিনী
-খাঁচায়
-জোছনা ও জননীর গল্প
-সাড়ে তিন হাত ভূমি
-জীবন ও রাজনৈতিক বাস্তবতা
- 'আমার বন্ধু রাশেদ' একটি মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ উপন্যাস।
- এর রচয়িতা মুহম্মদ জাফর ইকবাল। এর প্রকাশকাল ১৯৯৪ সালে।
- এ উপন্যাসের অবলম্বনে নির্মিত হয় একই নামের একটি চলচ্চিত্র, যার পরিচালনা করেন রিজভী হাসান।
- চলচ্চিত্রটি মুক্তি পায় ১ এপ্রিল ২০১১ সালে।
- মুহম্মদ জাফর ইকবালের অন্যান্য কিশোর উপন্যাস- দীপু নম্বর টু, হাতকাটা রবিন, টি-রেক্সের সন্ধানে, বুবুনের বাবা, আমি তপু।
- জীবনঢুলী বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের পটভূমিতে নির্মিত একটি চলচ্চিত্র।
- ছবিটির কাহিনীর পটভূমি ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময় নিম্নবর্ণের এক ঢাকি জীবনকৃষ্ণ দাস ও তাঁর পরিবারের অভিজ্ঞতার গল্প।
- এই চলচ্চিত্রটি সরকারি অনুদানে নির্মিত হয়েছে। ১৪ই ফেব্রুয়ারি, ২০১৪ সালে ছবিটির প্রিমিয়ার শো হয়।

ফ্রিতে ২ লাখ প্রশ্নের টপিক, সাব-টপিক ভিত্তিক ও ১০০০+ জব শুলুশন্স বিস্তারিতে ব্যাখ্যাসহ পড়তে ও আপনার পড়ার ট্র্যাকিং রাখতে সাইটে লগইন করুন।

লগইন করুন

সঠিক উত্তর: 0 | ভুল উত্তর: 0