প্রাকৃতিক গ্যাসে কোন শক্তি সঞ্চিত থাকে?
A তাপশক্তি
B আলোক শক্তি
C রাসায়নিক শক্তি
D সৌরশক্তি
Solution
Correct Answer: Option C
প্রাকৃতিক গ্যাসে রাসায়নিক শক্তি সঞ্চিত থাকে ।এটি প্রধানত জ্বালানি হিসেবে ব্যবহৃত হয় ।প্রাকৃতিক গ্যাস থেকে প্রক্রিয়াকরণ এর মাধ্যমে তাপশক্তি উৎপন্ন হয় এবং তা থেকে আমরা বিদ্যুৎ পেয়ে থাকি