১ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত মিনিট?
A ৩৫ মিনিট
B ১ মিনিট
C ২৫মিনিট
D ৪ মিনিট
Solution
Correct Answer: Option D
- দ্রাঘিমা (Longtitude): গ্রিনিচের মূল মধ্যরেখা থেকে পূর্বে বা পশ্চিমে যে কোন স্থানের কৌণিক দূরত্বকে সেই স্থানের দ্রাঘিমা বলা হয়।
- ১° দ্রাঘিমার পার্থক্যের জন্যে সময়ের পার্থক্য ৪ মিনিট।
- কোনো স্থানের পূর্ব দিকে অবস্থিত স্থানের সময় পেতে ঐ স্থানের সাথে দ্রাঘিমার পার্থক্য অনুযায়ী সময় যোগ ও পশ্চিমে অবস্থানের ক্ষেত্রে সময় বিয়োগ করতে