বাংলাদেশের উন্নয়ন ফোরামের সম্বনয়কারী কোন সংস্থা ?

A এডিবি

B আইএমএফ

C বিশ্ব ব্যাংক

D জাইকা

Solution

Correct Answer: Option C

-উন্নত দেশ কর্তৃক দরিদ্র দেশগুলিকে সহায়তা করার জন্য ১৯৭৪ সালে ফ্রান্সের প্যারিসে এইড ক্লাব' গঠন করা হয় ।
-এই 'এইড ক্লাব 'থেকে বৈঠক করে সমন্বিতভাবে দরিদ্র দেশগুলিকে সহায়তা দেওয়া হতো ।
-এই বৈঠকে বিভিন্ন দাতা দেশ ,সংস্থা ও দরিদ্র দেশগুলির অর্থমন্ত্রীসহ সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করে থাকে।
-এইড ক্লাব এর বৈঠকটি প্যারিস কনসোর্টিয়াম নামে পরিচিত।
-২০০১ সালে প্যারিস কনসোর্টিয়াম এর আয়োজক কর্তৃপক্ষ পরবর্তী বছর থেকে বাংলাদেশ উন্নয়ন ফোরাম নামে ঢাকায় বৈঠক করার পরামর্শ দেয় ।
-এরপর ২০০৩ সাল থেকে ঢাকায় দুই বছর পরপর বৈঠক অনুষ্ঠিত হয়ে আসছে ।
-আর ঢাকায় এই বৈঠক সমন্বয় গঠন করা হয় স্থানীয় পরামর্শক গ্রুপ ।
-এই গ্রুপের বৈঠকটি সমন্বয় করে বিশ্বব্যাংকের আবাসিক মিশন প্রধান ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions