হ্যালির ধূমকেতুটি আবার কত সালে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে ?

 

A ২০৬২ সালে

B ২০৬৩ সালে

C ২০৬৫ সালে

D ২০৫৯ সালে

Solution

Correct Answer: Option A

-জ্যোতির্বিজ্ঞানী এডমন্ড হ্যালি যে ধূমকেতু আবিষ্কার করেন তা হ্যালির ধূমকেতু নামে পরিচিত।
-হ্যালির ধূমকেতু ৭৬ বছর পরপর দেখা যায়।
-১৯৮৬ সালে হ্যালির ধুমকেতু সর্বশেষ দেখা গেছে।
-হ্যালির ধূমকেতু আবার দেখা যাবে ২০৬২ সালে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions