Solution
Correct Answer: Option A
সন্ধ্যার সময় উত্তর আকাশের দিকে তাকালে একটি উজ্জ্বল নক্ষত্রকে দেখা যায় যা সারা বছর একই জায়গায় দেখা যার এবং এটি স্থির বলে একে ধ্রুবতারা বলে।
- পৃথিবীর উত্তর মেরুর অক্ষ বরাবর দৃশ্যমান তারা ধ্রুবতারা নামে পরিচিত।
- এই তারাটি পৃথিবীর অক্ষের উপর ঘূর্ণনের সাথে প্রায় সামাঞ্জস্যপূর্ণভাবে আবর্তিত হয়। দিক নির্ণয়ে এই তারা গুরুত্বপূর্ণ।