গ্যালাক্সির ক্ষুদ্র অংশ যে নামে পরিচিত তা হল-
A গ্রহ
B ধূমকেতু
C ছায়াপথ
D উপগ্রহ
Solution
Correct Answer: Option C
- কোন একটি গ্যালাক্সির ক্ষুদ্র অংশকে ছায়াপথ বা আকাশগঙ্গা বলে।
- একটি ছায়াপথ লক্ষ কোটি নক্ষত্রের সমষ্টি।
- সৌরজগৎ এ রকম একটি ছায়াপথের অন্তর্গত।
ছায়াপথ প্রধানত ৩ প্রকারঃ
- উপবৃত্তাকার ছায়াপথ
- লেন্টিকুলার ছায়াপথ
- সর্পিল ছায়াপথ