মানবদেহে লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন ?

A ৯০ দিন

B ১৫০ দিন

C ১২০ দিন

D ১০০ দিন

Solution

Correct Answer: Option C

লোহিত রক্তকণিকা (Red Blood Cell বা RBC) দেহের অস্থিমজ্জায় (Bone marrow) উৎপন্ন হয় এবং প্রায় ১২০ দিন পর্যন্ত জীবিত থাকে। এরপর এগুলো প্লীহা (Spleen) ও যকৃতে (Liver) ধ্বংসপ্রাপ্ত হয়।

লোহিত রক্তকণিকার বৈশিষ্ট্য:
- পরিণত লোহিত রক্তকণিকায় নিউক্লিয়াস অনুপস্থিত।
- এরা দ্বি-অবতল চাকতির মতো (biconcave disc-shaped)।
- এর ভেতরে হিমোগ্লোবিন থাকে, যা অক্সিজেন পরিবহনে সহায়তা করে।
- এদের সংখ্যা শ্বেত রক্তকণিকার তুলনায় অনেক বেশি।
- গড় আয়ু ১২০ দিন।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions