Solution
Correct Answer: Option B
-রানী মৌমাছি (সন্তান উৎপাদন করে), পুরুষ মৌমাছি (রানী মৌমাছিদের সঙ্গে প্রজননে সহায়তা করে) এবং কর্মী মৌমাছি (এরা বন্ধ্যা মৌমাছি) ।
কর্মী মৌমাছি মৌচাক নির্মাণ, মধু সংগ্রহ সহ তাদের যাবতীয় কাজ সম্পাদন করে। যখনই একটি কর্মী মৌমাছি নতুন কোন ফুলের বাগানের সন্ধান পায়, তখনই অন্য কর্মী মৌমাছিদের নতুন এই ফুলের বাগানের সঠিক দিক নির্দেশনা জানিয়ে দেয়। এরা উদ্ভিদের পরাগায়ন ঘটাতে সাহায্য করে ।