রক্তশূন্যতা বলতে কি বুঝায়?
A রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া
B রক্তের পরিমাণ কমে যাওয়া
C রক্তে অণুচক্রিকার পরিমাণ কমে যাওয়া
D রক্তরসের পরিমাণ কমে যাওয়া
Solution
Correct Answer: Option A
- রক্ত শূন্যতার অপর নাম অ্যানিমিয়া।
- ইহা একটি রক্তের ব্যাধি যাতে রক্তের অক্সিজেন বহন করার ক্ষমতা কমে যায়।
- এটি লোহিত রক্তকণিকার স্বাভাবিক সংখ্যার চেয়ে কম, অক্সিজেন পরিবহনের জন্য উপলব্ধ হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস বা হিমোগ্লোবিনের অস্বাভাবিকতার কারণে হতে পারে যা এর কার্যকারিতা ব্যাহত করে।