রাতের বেলায় বিড়াল ও কুকুরের চোখ জ্বলজ্বল করে কারণ কুকুর ও বিড়ালের চোখে -
A রডস বেশি থাকে
B কোনস বেশি থাকে
C রেটিনা প্রশস্ত
D টেপেটাম নামক রঞ্জক কোষ থাকে
Solution
Correct Answer: Option D
-রাতের বেলায় কুকুর ও বিড়ালের চোখ জ্বলজ্বল করার কারণ হচ্ছে চোখের মধ্যে থাকা একটা প্রতিফলকের আস্তরণ। এই আস্তরণের নাম টেপটাম লুসিডাম। এটি চোখের অপটিক নার্ভ ও রেটিনার মাঝখানে থাকে।
-ট্যাপেটাম সামান্য আলোতেও সংবেদনশীল। তাদের চোখ সাধারণত আলোকে প্রতিফলিত করে চোখের পুরোঅংশেই তা ছড়িয়ে দেয়।যার ফলে রাতে বিড়াল বা কুকুরের চোখ জ্বলতে দেখা যায়।