দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?

 

A কার্বন ডাই-অক্সাইড

B কার্বন মনোক্সাইড

C নাইট্রিক অক্সাইড

D সালফার ডাই-অক্সাইড

Solution

Correct Answer: Option B

কার্বন ও অক্সিজেনের যৌগ কার্বন মনোক্সাইড (CO) একটি বর্ণ ও গন্ধহীন গ্যাস। শ্বাসবায়ুর সঙ্গে শরীরে গেলে তার মারাত্মক পরিণাম হতে পারে এ বিচারে কার্বন মনোক্সাইড তীব্র বিষ-গ্যাস, যা মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা নষ্ট করে দেয়।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions