জন্ডিসে আক্রান্ত হয় -

A    যকৃত

B    কিডনি

C    পাকস্থলী

D    হৃৎপিণ্ড

Solution

Correct Answer: Option A

জন্ডিসে শরীরের সর্ববৃহৎ গ্রন্থি যকৃত বা লিভার আক্রান্ত হয় ।কোন ব্যক্তি ভাইরাল হেপাটাইটিসে আক্রান্ত হলে সাধারণত জন্ডিস দেখা দেয়। জন্ডিস দেখা দিলে রক্তে বিলুরুবিনের মাত্রা বেড়ে যায় । দেহত্বক ,মুখ ,চোখ এবং থুথু হলুদ হয়ে যায় ।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions