জসীমউদ্দীন কোন গ্রন্থটির জন্য ইউনেস্কো পুরস্কার লাভ করেন?

A নকশী কাঁথার মাঠ

B সোজন বাদিয়ার ঘাট

C হলদে পরীর দেশে

D যে দেশে মানুষ বড়

Solution

Correct Answer: Option C

'হলদে পরীর দেশ' এর জন ১৯৭৬ সালে ইউনেস্কো পুরস্কার পান। 
পল্লী কবি জসিম উদ্দিন রচিত ভ্রমণকাহিনী হলোঃ
- চলে মুসাফির,
- হলদে পরীর দেশে,
- জার্মানীর শহরে বন্দরে (১৯৭৫)
- যে দেশে মানুষ বড় ইত্যাদি।

তাঁর কাব্যগ্রন্থ -
- বালুচর,
- রাখালী,
- মাটির কান্না,
- সুচয়নী,
- ধানক্ষেত,
- রূপবতী,

তাঁর বিখ্যাত গাথাকাব্যগুলো হলো-
- সোজন বাদিয়ার ঘাট,
- নকশীকাঁথার মাঠ,
- মা যে জননী কান্দে।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions