মানিক বন্দ্যোপাধ্যায় (১৯ মে, ১৯০৮ - ৩ ডিসেম্বর, ১৯৫৬) ছিলেন একজন ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক। তার প্রকৃত নাম প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়। তার ডাক নাম 'মানিক'
তাঁর উল্লেখযোগ্য উপন্যাস:
- পদ্মানদীর মাঝি (১৯৩৬),
- আরোগ্য (১৯৫৩),
- পুতুলনাচের ইতিকথা (১৯৩৬),
- শহরতলী (১৯৪০-৪১),
- চিহ্ন (১৯৪৭),
- চতুষ্কোণ (১৯৪৮),
- জননী (১৯৩৫),
- দিবারাত্রির কাব্য (১৯৩৫),
- সার্বজনীন (১৯৫২) প্রভৃতি
ছোটগল্পঃ- সমুদ্রের স্বাদ (১৯৪৩), হলুদ পোড়া (১৯৪৫),
- আজ কাল পরশুর গল্প (১৯৪৬),
- মানিক বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প (১৯৫০),
- প্রাগৈতিহাসিক (১৯৩৭), সরীসৃপ (১৯৩৯),
- ফেরিওয়ালা (১৯৫৩) ইত্যাদি।