স্ট্রোক আকস্মিক অজ্ঞান বা মৃত্যুর কারন হতে পারে এটি কি?
A হৃদপিন্ডের সজোরে সংকোচন বা বন্ধ হয়ে যাওয়া
B মস্তিষ্কে রক্তক্ষরন এবং রক্ত প্রবাহে বাধা
C হৃদপিন্ডের আংশবিশেষের অসাড়তা
D ফুসফুস হঠাৎ বিকেল যাওয়া
Solution
Correct Answer: Option B
✔ স্ট্রোক হল মস্তিষ্কের রক্তনালির একটি রোগ। সেই রক্তনালি ছিঁড়ে যাওয়া অথবা ব্লক হয়ে যাওয়া স্ট্রোকের কারণ। রক্তনালি ছিঁড়ে গিয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়।
✔ কোনও কারণে মস্তিষ্কের রক্তবাহী ধমনীর পথ সংকীর্ণ হয়ে বা বাধাপ্রাপ্ত হয়ে রক্ত চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেলে মস্তিষ্কের কোষ অক্সিজেনের অভাবে নিস্তেজ হয়ে যায়। এতে রোগির অজ্ঞান বা মৃত্যুও ঘটতে পারে।
এটাকেই চিকিৎসকেরা স্ট্রোক বলেন। যাদের রক্তে কোলেস্টেরলের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি তাদেরও স্ট্রোকের সম্ভাবনা বেশি।