মৌমাছি পালন বিদ্যা-

A এভিকালচার

B এপিকালচার

C পিসিকালচার

D সেরিকালচার

Solution

Correct Answer: Option B

- “এপিকালচার” শব্দটি ল্যাটিন শব্দ Apis (অর্থাৎ মৌমাছি) থেকে এসেছে।
- এটি হলো মৌমাছি পালন বিদ্যা, অর্থাৎ মধু, মৌমোম, রাণী মৌমাছি ইত্যাদি উৎপাদনের জন্য মৌমাছি পালন করার বিজ্ঞান ও শিল্প।

- Apiculture = Bee keeping (মৌমাছি পালন)
- এতে মৌচাক তৈরি, মৌমাছির খাদ্য, প্রজনন ও রোগনিয়ন্ত্রণ সম্পর্কে জ্ঞান অর্জন করা হয়।

অন্যান্য অপশনঃ
A) Aviculture → পাখি পালন বিদ্যা
C) Pisciculture → মাছ চাষ বিদ্যা
D) Sericulture → রেশম কীট পালন বিদ্যা

- তাই সঠিক উত্তর হলো এপিকালচার (Apiculture) — মৌমাছি পালন বিদ্যা।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions