কোনটি ট্রানজিস্টরের অংশ নয়?

A নিঃসারক

B উৎক্ষেপক

C সংগ্রাহক

D পীঠ

Solution

Correct Answer: Option B

-দুটি অর্ধপরিবাহী ডায়োডকে পাশাপাশি যুক্ত করে একটি অর্ধপরিবাহী ট্রায়োড তৈরি করা হলে তাকে ট্রানজিস্টর বলে।

- ১৯৪৮ সালে ট্রানজিস্টর প্রথম তৈরি করেন উইলিয়াম শকলি, জন বার্ডিন এবং ওয়াল্টার ব্রাটেইন।

-এর তিনটি অংশ থাকে , যথা : কালেক্টর (C), বেস (B) এবং ইমিটার (E)।

Practice More Questions on Our App!

Download our app for free and access thousands of MCQ questions with detailed solutions