Solution
Correct Answer: Option A
- ইবনে সিনার জন্ম ৯৮০ সালে বর্তমান উজবেকিস্তানের (তৎকালীন ইরান) বুখারা শহরে।
- তিনি মুসলিম প্রভাবশালী চিকিৎসকদের মধ্যে সবচেয়ে বিখ্যাত।
- তাঁর চিকিৎসা বিষয়ক বিখ্যাত গ্রন্থ: কিতাব আল-শিফা (Book of The Cure) এবং চিকিৎসা বিশ্বকোষ 'আল কানুন ফিল তিবব' (Canon of Medicine)।