DNA অণুর আনবিক গঠন আবিষ্কারের সাথে কে বা কারা জড়িত?
Solution
Correct Answer: Option D
- ডিএনএ (DNA) অণুর আনবিক গঠন আবিষ্কারের ক্ষেত্রে জেমস ওয়াটসন (James Watson) এবং ফ্রান্সিস ক্রিক (Francis Crick) গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
- ১৯৫৩ সালে তারা ডিএনএ অণুর ডাবল হেলিক্স (Double Helix) গঠন আবিষ্কার করেন, যা জীববিজ্ঞানের ইতিহাসে একটি যুগান্তকারী আবিষ্কার হিসেবে বিবেচিত হয়।