'টপ+টপ>টপাটপ' কোন প্রকার ধ্বনি পরিবর্তনের উদাহরণ?
A অসমীকরণ
B অপিনিহিতি
C স্বরসঙ্গতি
D বিষমীভবন
Solution
Correct Answer: Option A
একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় তখন তাকে বলে অসমীকরণ। যেমন- ধপ + ধপ = ধপাধপ, টপ + টপ = টপাটপ ইত্যাদি।